নিউজিল্যান্ড ও পাকিস্তানের মধ্যকার উদ্বোধনী ম্যাচে জোড়া সেঞ্চুরি করেছিলেন দুই কিউই ব্যাটার উইল ইয়ং এবং টম ল্যাথাম। তাদের জোড়া সেঞ্চুরিতে নিউজিল্যান্ড সংগ্রহ করেছিলো ৩৪২০ রান। ম্যাচটিতে তারা পাকিস্তানকে হারিয়েছিলো ৬০ রানে।
Advertisement
সেই শুরু। চ্যাম্পিয়ন্স ট্রফিতে এখনও পর্যন্ত (আজ বুধবার আফগানিস্তান ও ইংল্যান্ড ম্যাচসহ) অনুষ্ঠিত হয়েছে ৮টি ম্যাচ। সবচেয়ে বড় কথা, এই আট ম্যাচের মধ্যে কোনো একটি ম্যাচও বাদ যায়নি, যেটাতে সেঞ্চুরি হয়নি। অর্থ্যাৎ প্রতিটি ম্যাচেই সেঞ্চুরি হয়েছে। তবে, এর মধ্যে একটি ম্যাচ অনুষ্ঠিতই হতে পারেনি। বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া ম্যাচটি।
পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচের পরদিন ছিল দুবাইতে বাংলাদেশ-ভারত ম্যাচ। সেখানেও হয়েছিলো ২টি সেঞ্চুরি। বাংলাদেশের তাওহিদ হৃদয় খেলেছিলেন ১০৭ রানের ইনিংস। জবাবে শুভমান গিলের ১০১ রানে ভর করে ভারত জিতেছিলো ৬ উইকেটের ব্যবধানে।
তৃতীয় ম্যাচে মুখোমুখি দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান। সেঞ্চুরি করেন প্রোটিয়া ওপেনার রায়ান রিকেলটন। ১০৩ রান করেন তিনি। ৩১৫ রান করে আফগানদের ১০৭ রানের ব্যবধানে হারায় দক্ষিণ আফ্রিকা।
Advertisement
চতুর্থ ম্যাচে মুখোমুখি হয়েছিলো অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। এই ম্যাচে হলো দুটি সেঞ্চুরি। ইংল্যান্ডের বেন ডাকেট খেলেছিলেন ১৬৫ রানের বিশাল এক ইনিংস। যেটা ছিল তখনও পর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোরের রেকর্ড। ইংল্যান্ড করে ৩৫১ রান। কিন্তু ১২০ রানের ইনিংস খেলে জস ইংলিস অস্ট্রেলিয়াকে ১৫ বল হাতে রেখেই ৫ উইকেটে জয় এনে দেন।
৫ম ম্যাচে মুখোমুখি হয়েছিলো পাকিস্তান-ভারত। এই ম্যাচটি ছিল লো স্কোরিং। পাকিস্তান প্রথমে ব্যাট করে স্কোরবোর্ডে তোলে মাত্র ২৪১ রান। এত কম রানে কারো সেঞ্চুরি করার সম্ভাবনা থাকে না; কিন্তু একেবারে শেষ মুহূর্তে এসে বাউন্ডারি মেরে সেঞ্চুরি পূরণ করেন বিরাট কোহলি। ভারতকেও জয় উপহার দেন ৬ উইকেটের ব্যবধানে। নিজের ক্যারিয়ারে ৫১তম ওয়ানডে সেঞ্চুরি ছিল ওটা বিরাট কোহলির। শচিনের ৫১ সেঞ্চুরির রেকর্ডকে ছুঁয়ে ফেলেন তিনি।
৬ষ্ঠ ম্যাচে রাওয়ালপিন্ডিতে মুখোমুখি হয় বাংলাদেশ ও নিউজিল্যান্ড। এই ম্যচটাও ছিল লো স্কোরিং। বাংলাদেশ সংগ্রহ করে মাত্র ২৩৬ রান। সেঞ্চুরির সম্ভাবনাও এখানে ছিল কম। কিন্তু জবাব দিতে নেমে কিউই ব্যাটার রাচিন রাবিন্দ্র খেলেন ১১২ রানের ইনিংস। বাংলাদেশকে নিউজিল্যান্ড ৫ উইকেটে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে।
পরের ম্যাচটি, তথা ৭ম ম্যাচ ছিল অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মধ্যে। রাওয়ালপিন্ডিতে বৃষ্টির কারণে টসও হতে পারেনি। কোনো বল মাঠে গড়ানো ছাড়াই ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়।
Advertisement
৮ম ম্যাচ ছিল আজ (বুধবার) আফগানিস্তান ও ইংল্যান্ডের মধ্যে। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে এই ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে আফগান ওপেনার ইবরাহিম জাদরান খেলেন ১৭৭ রনের অনবদ্য এক ইনিংস। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে ব্যক্তিগত সর্বোচ্চ রানের স্কোর এটা। আফগানদের হয়েও এটা সর্বোচ্চ রানের স্কোর।
জবাব দিতে নেমে সেঞ্চুরি করেছেন ইংল্যান্ডের জো রুটও। ১২০ রান করে আউট হন তিনি। সে সঙ্গে আফগানদের ছুঁড়ে দেয়া ৩২৬ রানের লক্ষ্য তাড়ায়ও বেশ ভালো অবস্থানে রয়েছে তারা।
এখনও পর্যন্ত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে হওয়া ৮ ম্যাচের মধ্যে সাতটি মাঠে গড়িয়েছে। সবগুলোতেই হলো সেঞ্চুরি। সব মিলিয়ে এখনও পর্যন্ত ১১টি সেঞ্চুরি হলো এবার। এই ১১ সেঞ্চুরির মধ্যে অংশগ্রহণকারী ৭টি দেশের ব্যাটার রয়েছে, যারা সেঞ্চুরি করেছে। শুধুমাত্র পাকিস্তানের কোনো ব্যাটার এখনও পর্যন্ত সেঞ্চুরি করতে পারেনি। চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গেলেও বৃহস্পতিবার শেষ ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে তারা।
আইএইচএস/