খেলাধুলা

পাকিস্তানকে বাংলাদেশের হারানোর সম্ভাবনা কতটা, জানালেন আশরাফুল

তার পূর্বসুরি নান্নু, সুজন ও সুমনরা মনে করছেন ২৭ ফেব্রুয়ারি পাকিস্তানকে হারাতে কঠিন চ্যালেঞ্জ অতিক্রম করতে হবে বাংলাদেশকে; কিন্তু মোহাম্মদ আশরাফুল তা মনে করেন না। দেশের ক্রিকেট ইতিহাসের সব সময়ের অন্যতম সেরা উইলোবাজ আশরাফুলের ধারনা, বৃহস্পতিবারের ম্যাচে বাংলাদেশের সম্ভাবনাই বেশি। আশরাফুলের মত পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের জয়ের সম্ভাবনা ৬৫ ভাগ।

Advertisement

কেন কী কারণে আশরাফুল এতটা আশাবাদী? তার ব্যাখ্যাও আছে। বাংলাদেশের সম্ভাবনা কতটা? এ প্রশ্নের জবাবে আশরাফুল বলেন, ‘বাংলাদেশের পাকিস্তানকে হারানোর চান্স আাছে ৬৫ পারসেন্ট।’

আশরাফুল মনে করেন, ফরম্যাট ভিন্ন হলেও কয়েক মাস আগে এই রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে দুই ম্যাচের টেস্ট সিরিজে পাকিস্তানীদের নাকাল করার সুখ-স্মৃতিটা বাংলাদেশের ভাল করার বড় রসদ ও কার্যকর দাওয়াই হিসেবে কাজ করবে। ক্রিকেটারদের ভেতরে একটা বিশ্বাস ও আস্থা জন্মাবে এই মাঠে আমরা টেস্টে পাকিস্তানীদের ধবলধোলাই করেছি, এবার ওয়ানডেতেও পারবো। সেটাই হতে পারে কালকের ম্যাচে শান্তদের ভাল খেলার বড় অনুপ্রেরণা। এর বাইরে আশরাফুল মনে করেন, পাকিস্তানের বোলিং ইউনিট এখন আর অত বিপজ্জনক নয়। শাহিন আফ্রিদি, হারিস রউফ ও নাসিম শাহরা ঘরের মাঠেও আগের দুই ম্যাচে সেভাবে নিজেদের মেলে ধরতে পারেননি। তাদের বোলিংয়ের ধার তত মনে হয়নি। সেটা বাংলাদেশের ব্যাটারদের ভাল খেলতে একটা সহায়ক উপাদান হিসেবে কাজ করবে, বিশ্বাস আশরাফুলের।

আশরাফুল মনে করেন ২ পেসার তাসকিন ও নাহিদ রানা হতে পারেন তুরুপের তাস। কোন অস্ত্র দিয়ে পাকিস্তানকে ঘায়েল করা সম্ভব? এ প্রশ্নের উত্তরে আশরাফুল বলেন, ‘বোলিং ইউনিট দিয়ে। নাহিদ রানা, তাসকিন দুই পেস বোলার বলে নতুন বলে আঘাত হেনে পাকিস্তানের প্রথম ২ থেকে ৩ উইকেট ফেলে দিতে পারলে আমাদের চান্স বেশি থাকবে। পাকিস্তানের টপ অর্ডাররা ভাল করতে পারছে না। আমরা শুরুতে তাদের ব্যাকফুটে ঠেলে দিতে পারলে অ্যাডভান্টেজ পেয়ে যাব।’ বাংলাদেশের ব্যাটারদের আগের ২ ম্যাচের ভুল-ত্রুটি কাটিয়ে ওঠার পরামর্শ দিয়ে আশরাফুল বলেন, ‘আমাদের ব্যাটাররা শেষ দুই ম্যাচ ঠান্ডা মাথায় চিন্তা করলে দেখবেন, আমরা হয় শুরুতে অতি দ্রুত ৫ উইকেট না হয় মাঝখানে অল্প সময়ের মধ্যে ৩-৪ উইকেট হারিয়েছি। মোট কথা তেমন ভাল না খেলেও আমরা ২ খেলায়ই ২২০ প্লাস রান করেছি। এখন আমাদের ব্যাটাররা ঠান্ডা মাথায় দ্রুত বেশি উইকেট না হারিয়ে পার্টনারশিপ তৈরি করতে স্কোর বোর্ডের জরাজীর্ন অবস্থা কেটে যাবে। আমরা হয়ত ৩০০ প্লাস রান করতে পারবো বা ৩০০’র খুব কাছে পৌঁছাতে পারবো।’

Advertisement

আশরাফুলের শেষ কথা বাংলাদেশ আগে ব্যাট করে ২৮০ প্লাস করতে পারলে চান্স থাকবে। কি সেটা?

বাশারের ব্যাখ্যা, আমাদের জন্য একটাই সুযোগ আছে, তাহলো এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তান টিম ঠিক ছন্দে নেই। ততটা সাজানো গোছানে নেই এখন। একটু এলোমেলো অবস্থায় আছে রেজওয়ানের দল। সেটাই আমাদের কাজে লাগাতে হবে। সে সুযোগ কাজে লাগাতে হবে।

মিনহাজুল আবেদিন নান্নু মনে করেন, আমরা টেস্ট সিরিজে ওদের হোয়াইটওয়াশ করেছি। সেই মাঠে খেলা। এখানেও জিতবো, এমন হিসেব কষলে ভুল করা হবে। আমরা পাকিস্তানীদের চেয়ে বেটার টিম এভাবে ভাবলে চলবে না। মাঠের বাইরে হারিয়ে দেব, এভাবে ভেবে মাঠে নামলে হবে না।

প্রথম ও শেষ কথা হলো ভাল ক্রিকেট খেলতে হবে। আমাদের উচিৎ হবে ভাল ক্রিকেট খেলার লক্ষ্য নিয়ে মাঠে নামা। সব বিভাগে ভাল খেলতে পারলে পাকিস্তানীদের একটা চ্যালেঞ্জ ছুঁড়ে দেয়া সম্ভব হতে পারে।

Advertisement

এআরবি/আইএইচএস