বিনোদন

পাকিস্তান বিতর্কের মাঝে দেশাত্মবোধক সিনেমার শুটিংয়ে দিলজিৎ

পাকিস্তান বিতর্কের মাঝে দেশাত্মবোধক সিনেমার শুটিংয়ে দিলজিৎ

ভারতের জনপ্রিয় তারকা দিলজিৎ দোসাঞ্ঝ পাকিস্তানি শিল্পীদের সঙ্গে অভিনয় করায় ব্যাপক বিতর্কের মুখে পড়েছেন। পাঞ্জাবের গায়ক-অভিনেতার ‘সর্দারজি ৩’ সিনেমাটি মুক্তি নিয়ে ভারতজুড়ে সমালোচনা শুরু হয়েছে। তার দেশপ্রেম নিয়েও প্রশ্ন তোলেন সমালোচকরা!

Advertisement

ঘটনা এখানেই শেষ নয়, বিজেপিপন্থি চলচ্চিত্র সংগঠন ‘চিত্রপট কামগর অঘোরী’র পক্ষ থেকেও দিলজিৎ দোসাঞ্ঝকে বয়কট করার দাবি তোলা হয়। চলমান বিতর্কের মাঝেই জানা গেছে, একাধিক পাকিস্তানি তারকার সঙ্গে অভিনয় করায় নাকি দেশাত্মবোধক সিনেমা ‘বর্ডার ২’ থেকে বাদ পড়েছেন দিলজিৎ। এবার একটি ভিডিও শেয়ার করে সেই জল্পনা-কল্পনা থামিয়ে দিলেন পাঞ্জাবি সুপারস্টার।

দিলজিৎ কথায় নয় কাজে বিশ্বাসী। তাই তিনি বরাবরই নিজের কাজের মধ্য দিয়ে জবাব দিতে পছন্দ করেন। ২০২৪ সালে যখন তার কনসার্ট নিয়ে ভারতজুড়ে একের পর এক বিতর্ক হয়েছিল, তখনো নিজস্ব শর্তে অনুষ্ঠান চালিয়ে বুকের পাটার প্রমাণ দিয়েছিলেন গায়ক-অভিনেতা।

এবার ‘সর্দারজি ৩’ বয়কট ঝড়ের মাঝে আরও একবার সমালোচকদের কড়া জবাব দিলেন দিলজিৎ। ‘বর্ডার ২’ সিনেমার সেট থেকে ভিডিও পোস্ট করে অভিনেতা বুঝিয়ে দিলেন যে, তিনি বাদ পড়েননি। শুটিং থেকে ক্যামেরার নেপথ্য দৃশ্য শেয়ার করা নিয়ে দিলজিৎ দোসাঞ্ঝ ক্যাপশনে শুধু সিনেমার নাম লিখে সব জল্পনা-কল্পনার ইতি টানলেন। সঙ্গে জুড়ে দিয়েছেন ‘সন্দেশে আতে বাজানো হচ্ছিল’ কাল্ট ক্লাসিক গানটি। আর সেই ভিডিওতেই ফিরল জেপি দত্তার অতীত ম্যাগনাম অপাস সিনেমা ‘বর্ডার’র স্মৃতি কথা।

Advertisement

      View this post on Instagram

A post shared by DILJIT DOSANJH (@diljitdosanjh)

দিলজিতের ভিডিওতে দেখা গেছে, সেনা অফিসারের পোশাক পরে ভ্যানিটি ভ্যান থেকে বের হচ্ছেন তিনি। মাথায় নীল পাগড়ি। তারপরই করজোরে সেটে একাংশের সঙ্গে তিনি কুশল বিনিময় করেছেন। সেখানেই দিলজিৎকে মন দিয়ে চিত্রনাট্যও পড়তে দেখা যায়।

আরও পড়ুন পাকিস্তানে ঝড় তুলেছে দিলজিতের সিনেমা  পাকিস্তান বিতর্কে দিলজিতের পাশে নাসিরুদ্দিন শাহ 

জেপি দত্তার এ সিনেমার সিক্যুয়েলে অভিনয় করছেন বরুণ ধাওয়ান, সানি দেওল, অহন শেট্টি প্রমুখ। জানা গেছে, ২০২৬ সালের জানুয়ারিতে মুক্তি পাবে ‘বর্ডার ২’সিনেমাটি।

এমএমএফ/জিকেএস

Advertisement