পুত্র অভিষেক বচ্চনের নতুন সিনেমার শুটিং শুরু হয়েছে, সেকারণেই তাকে শুভেচ্ছা জানালেন বাবা অমিতাভ বচ্চন। রোববার (২৯ জুন) সকালে নিজের এক্স হ্যান্ডেলে সেই পোস্ট করেন বলিউড শাহেনশাহ। শুভেচ্ছা জানিয়ে ছেলে অভিষেককে বলেন ‘তোমার এ বহুমুখী প্রতিভাকে আমি প্রণাম জানাই।’
Advertisement
বলিউডের নতুন কোন সিনেমায় কাজ করছেন অভিষেক যার কারণে বাবা অমিতাভ এত আনন্দিত? একটি সূত্রে জানা গেছে, নতুন এ সিনেমায় শাহরুখ খান, রানি মুখোপাধ্যায়, দীপিকা পাড়ুকোন ও সুহানা খানের সঙ্গে দেখা যাবে অভিষেক বচ্চনকে।
আরও পড়ুন যে সিনেমার জন্য অমিতাভ সুপারস্টার অমিতাভের সঙ্গে বিচ্ছেদ প্রসঙ্গে জয়ার জবাবমূলত সিদ্ধার্থ আনন্দের ‘কিং’ সিনেমায় অভিনয় করছেন অভিষেক। এরই মধ্যে সেই সিনেমার শুটিংও শুরু হয়েছে। আর সিনেমার শুটিং শুরুর প্রথম দিনে অভিষেককে এক খোলা চিঠি লিখলেন সোশ্যাল মিডিয়ায় অমিতাভ। কি লিখলেন তিনি ওই পোস্টে? তিনি লিখেছেন, ‘একটা ছবি কিছুদিনের মধ্যেই শুটিং শেষ হয়ে মুক্তির পথে। ‘কিং’ সিনেমার শুটিং শুরু হলো। ভাইয়ু তোমাকে অনেক শুভেচ্ছা, ভালোবাসা ও অনেক আশীর্বাদ। আরও একটা ছবির শুটিংয়ের কাজ শেষ হয়ে গিয়েছে। সেই ছবিও মুক্তি পাবে খুব তাড়াতাড়ি। তোমার জন্য আমার অনেক শুভেচ্ছা রইল।’
অন্যদিকে চলতি বছর বলিউড চলচ্চিত্রে ২৫ বছর পূর্ণ করেছেন অভিষেক। ২০০০ সালে বলিউডের সিনেমায় প্রথম কাজ করেন তিনি। ছেলের এই জার্নি নিয়েও অন্য একটি পোস্ট করেছিলেন অমিতাভ।
Advertisement
অভিষেককে নিয়ে তার এক ভক্তের পোস্ট দেখে অমিতাভ বচ্চন ছেলের এ সিনেমা যাত্রাকে অভিনন্দন জানিয়েছেন। সেই ভিডিওতে তুলে ধরা হয়েছিল এতগুলো বছরের অভিষেকের ইন্ডাস্ট্রিতে জার্নি। তার অভিনয় করার নানা চরিত্রের কিছু কিছু সেখানে ফুটিয়ে তোলা হয়েছে। এই পোস্টের পর ছেলেকে ২৫ বছর চলচ্চিত্রশিল্পে পূর্ণ করার অভিবাদন স্বরূপ অমিতাভ লিখেছেন, ‘তোমার এই বহুমুখী প্রতিভাকে আমি প্রণাম করি। হ্যাঁ, আমি তার বাবা এবং আমি আমার ছেলে অভিষেককে তার যোগ্যতার জন্য প্রণাম করছি।’
এমএমএফ/জিকেএস