৯ জন নিয়ে খেলেও বায়ার্ন মিউনিখকে ২-০ গোলে হারিয়েছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। চরম প্রতিকূলতার মধ্যেও অসাধারণ জয়ে ফিফা ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ফরাসি লিগ ওয়ানের ক্লাবটি।
Advertisement
আজ শনিবার আটলান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে প্রথমার্ধের অতিরিক্ত সময়ে পায়ের গোড়ালি ভেঙ্গে ভয়ংকর ইনজুরিতে পড়েন বায়ার্নের মিডফিল্ডার জামাল মুসিয়ালা। ওই সময় গোলশূন্যভাবে খেলছিল দুই দল।
ম্যাচের প্রথম গোলটি আসে ৭৮ মিনিটে। পিএসজির হয়ে গোল করেন দেজিয়ের দুয়ে। হুয়াও নেভেসের পাসে বাঁ পায়ের দুর্দান্ত শটে গোলবারের ডানকোনের নিচ দিয়ে বল জালে জড়িয়ে দেন তিনি।
ম্যাচের বয়স যখন ৮২ মিনিট, তখন দশ জনের দলে পরিণত হয় পিএসজি। টমাস মুলারকে বাজেভাবে চ্যালেঞ্জ জানিয়ে সরাসরি লাল কার্ড দেখেন উইলিয়ান পাচো।
Advertisement
এরপর দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ের শুরুতে আবারও লাল কার্ড দেখে পিএসজি। এতে ফরাসি লিগ ওয়ানের দলটি পরিণত হয় ৯ জনে।
দুইজন কম নিয়ে খেলেও ফের গোল করে পিএসজি। ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের হয়ে দ্বিতীয় গোলটি করেন ওসমানে ডেম্বলে। ৯৬ মিনিটে গোল করে ব্যবধান ২-০ করেন ফরাসী ফরোয়ার্ড।
এমএইচ/এমকেআর
Advertisement