খেলাধুলা

ভয়ঙ্কর ইনজুরি, গোড়ালি ভেঙে গেল বায়ার্ন তারকা জামাল মুসিয়ালার

ভয়ঙ্কর ইনজুরি, গোড়ালি ভেঙে গেল বায়ার্ন তারকা জামাল মুসিয়ালার

ভয়ঙ্কর ইনজুরির শিকার হয়েছেন বায়ার্ন মিউনিখের জার্মান মিডফিল্ডার জামাল মুসিয়ালা। আজ শনিবার ফিফা ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পিএসজির বিপক্ষে খেলতে নেমে পায়ের গোড়ালি উল্টে যায় মাত্র ২২ বছর বয়সী এই জার্মান তারকার।

Advertisement

মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধের অতিরিক্ত সময়ে পিএজির ডি বক্সের ভিতরে এই ইনজুরির শিকার হন মুসিয়ালা।

গোল করার লক্ষ্যে পিএসজির গোলরক্ষক জিয়ানলুইগি দোন্নরুম্মার সামনে থেকে বলের দখল নিতে ছুটে যাচ্ছিলেন তিনি। এমন সময় দোনারুম্মাও বল আটকাতে এগিয়ে আসেন।

একপর্যায়ে দুইজনের দৈহিক সংঘর্ষ হয়। দোন্নারুম্মা ডাইভ দিয়ে বল বুকের ভিতরে নিয়ে যান। ইতালিয়ান এই গোলরক্ষকের গায়ে লেগে ছিটকে যান মুসিয়ালা। এতেই পায়ের গোড়ালি উল্টে যায় তার।

Advertisement

মাঠের বাইরে ছিটকে গিয়ে নিজের ভাঙা পায়ের দিকে তাকিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন মুসিয়ালা। দোন্নারুম্মা প্রথমে খেয়াল করেননি। ধরা বল মাঠের মাঝখানে ছিটকে ফেলে খেলা শুরু করতে গিয়েছিলেন তিনি। পরে বিষয়টি দেখে তিনিও হতবাক এবং মর্মাহত হন; নিজেকে অপরাধীর কাটগড়ায় দাঁড় করান। হতাশায় মুচড়ে পড়ে মাঠেই বসে পড়তে দেখা যায় পিএসজির ডিফেন্ডার আশরাফ হাকিমিকেও।

মুসিয়ালার ভয়ঙ্কর ইনজুরিটি এমন সময় ঘটল, যার দুইদিন আগে স্পেনে এক সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন পর্তুগালের দুই ফুটবলার দিয়াগো জোতা ও আন্দ্রে সিলভা।

এমএইচ/এমকেআর

Advertisement