দেশজুড়ে

আমরা স্বাধীনতা এনেছি সংস্কারও আনবো: নাহিদ ইসলাম

আমরা স্বাধীনতা এনেছি সংস্কারও আনবো: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলছেন, আমরা ৭১-এ স্বাধীনতা এনেছিলাম কিন্তু সেই স্বাধীনতা বেহাত হয়ে গিয়েছিল। সেই স্বাধীনতার সুফল আমরা ভোগ করতে পারিনি। এবার ২৪-এর গণঅভ্যুত্থানকে কোনোভাবেই বেহাত হতে দেব না। আমাদের প্রতিজ্ঞা আমরা স্বাধীনতা এনেছি সংস্কারও আনবো। এই স্বাধীনতাকে আমরাই রক্ষা করবো। তবেই গণঅভ্যুত্থানের শহীদদের প্রকৃত মর্যাদা দেওয়া হবে।

Advertisement

শনিবার (৫ জুলাই) রাত সাড়ে ৮টায় নওগাঁ শহরের নওজোয়ান মাঠে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের সাধারণ জনগণ, বাংলাদেশের তরুণ প্রজন্ম বিকল্প নেতৃত্ব হিসেবে গড়ে উঠেছে। আপনাদের কাছে সেই বিকল্প নেতৃত্ব, বিকল্প ইশতেহার আমরা প্রস্তাবনা করছি। আপনারা মিলিয়ে নেবেন, বাংলাদেশের জনগণ কোন পথে তাদের ভাগ্য নির্ধারণ করবে। বাংলাদেশের জনগণ গত ১৬ বছর ধরে ফ্যাসিবাদী সরকারের দ্বারা জুলুমের শিকার হয়েছে, নির্যাতিত হয়েছে। এই নওগাঁয়ও আমার ভাইয়ের রক্তে রাজপথ রঞ্জিত হয়েছে। এক বছর পার হলেও আমরা কোনো দৃশ্যমান পদক্ষেপ দেখতে পারছি না। এই কারণে আমরা বলছি বিচার সংস্কার ও নতুন সংবিধানই হচ্ছে আমাদের অন্যতম দাবি। বিচার, সংস্কার ও নতুন সংবিধান প্রণয়নের মাধ্যমে দেশ পুনর্গঠন করতে হবে।

তিনি আরও বলেন, জাতীয় নাগরিক পার্টি আপনাদের কোনো মিথ্যা প্রতিশ্রুতি দেবে না। আমরা প্রথাগত রাজনীতিবিদদের মতো বলবো না, আপনাদের জন্য আমরা এই করে দেবো, সেই করে দেবো। আমরা আপনাদের এতটুকু বলতে চাই সময়ের প্রয়োজনে আমরা রাজনৈতিক হয়ে উঠেছি, রাজনৈতিক দল গঠন করতে হয়েছে।

Advertisement

এসময় জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সামান্তা শারমিন, সদস্যসচিব আখতার হোসাইন, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম-সদস্যসচিব ডা. তাসনিম জারা, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, যুগ্ম-সদস্যসচিব মনিরা শারমিনসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

দেশ গড়তে জুলাই পদযাত্রার পঞ্চম দিনে নওগাঁ জেলা এনসিপি এ পথসভার আয়োজন করে। এর আগে এদিন সন্ধ্যা ৭টার দিকে শহরের দয়ালের মোড় এলাকা থেকে পদযাত্রা শুরু করেন এনসিপির নেতাকর্মীরা।

আরমান হোসেন রুমন/এমএন/জেআইএম

Advertisement