বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের কার্যক্রম পরিচালনার জন্য অ্যাডহক কমিটি গঠন করেছে সরকার। মঙ্গলবার (২৪ জুন) জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ১১ সদস্য বিশিষ্ট এই অ্যাডহক কমিটি গঠনের কথা জানানো হয়েছে।
Advertisement
অ্যাডহক কমিটি সংশ্লিষ্ট আইন বা বিধিমালা এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের গঠনতন্ত্র অনুযায়ী দায়িত্ব পালন করবে এবং আগামী ৬ মাসের মধ্যে নির্বাচন আয়োজন করে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করবে।
কমিটির আহ্বায়ক করা হয়েছে বীর মুক্তিযোদ্ধা মো. নঈম জাহাঙ্গীরকে। কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন মেজর (অব.) সৈয়দ মুনিবুর রহমান, সাদেক আহমেদ খান, সৈয়দ আবুল বাশার, সিরাজুল হক, মো. মনসুর আলী সরকার, অনিল বরণ রায়, নুরুল ইসলাম, আব্দুল্লাহ হিল শাফী, জাহাঙ্গীর কবীর ও প্রকৌশলী জাকারিয়া আহমেদ।
‘জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন, ২০২২’ (সংশোধিত অধ্যাদেশ ২০২৫) এর ধারা-৬ এর দফা-(ণ) এবং ধারা-১৪ উপধারা-(৪) ও (৫) এর বিধান অনুযায়ী জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের ৯৮তম সভার অনুমোদনে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল থেকে নিবন্ধিত সংগঠন মুক্তিযোদ্ধা সংসদের (নিবন্ধন নং-০৪/২০০৩) জন্য অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
Advertisement
হেলাল মোর্শেদ খানের (বীর-বিক্রম) নেতৃত্বাধীন মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের নির্বাচিত কমিটির মেয়াদ শেষ হয় ২০১৭ সালের ৮ জুন। পরে হাইকোর্টের নির্দেশে ওই বছরের ১৯ জুলাই কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ে প্রশাসক নিয়োগ করে সরকার।
কিন্তু প্রশাসক নিয়োগের কারণে নানা সমস্যার কথা জানিয়ে নির্বাচন দেওয়ার দাবি জানিয়ে আসছিলেন বীর মুক্তিযোদ্ধারা।
এরপর ২০২১ সালের ১৮ জুলাই মন্ত্রিপরিষদ সচিবকে প্রধান নির্বাচন কমিশনার করে ৫ সদস্যের নির্বাচন কমিশন গঠন করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।
২০২৩ সালের ১৪ মার্চ বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল, জেলা/মহানগর ও উপজেলা কমান্ডের নির্বাচনের তফসিল ঘোষণা করেন মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিল নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার ও মন্ত্রিপরিষদ সচিব। ঘোষণা অনুযায়ী, ওই বছরের ১৩ মে কাউন্সিলের নির্বাচনের ভোটগ্রহণের কথা ছিল। পরে তা স্থগিত করা হয়।
Advertisement
আরএমএম/এএমএ/এমএস