বিজ্ঞাপনের মাধ্যমে প্রিয়ন্তী উর্বী মিডিয়ায় পা রাখেন। এরপর কাজ করেছেন বেশ কিছু নাটকে। ২০২২ সালে চরকির অ্যান্থলজি সিনেমা ‘এই মুহূর্ত’র ‘কোথায় পালাবে বলো রূপবান’ দিয়ে ওটিটিতে নাম লেখান। পরে ‘ক্যাফে ডিজায়ার’, ‘ইন্টার্নশিপ’, ‘অপলাপ’, ‘কালপুরুষ’-এর মতো আলোচিত ওয়েব সিনেমা-সিরিজে তাকে পাওয়া গেছে।
Advertisement
গেল ঈদুল আযহায় মুক্তি পেয়েছে তার অভিনীত ‘নীলচক্র’ সিনেমা। মুক্তির অপেক্ষায় আছে ‘জুন’ ও ‘বকুলের বুকে রক্তকরবী’ নামের সিনেমা দুটি।
আজ (১৩ জুলাই) রোববার এই তরুণ তারকার জন্মদিন। বিশেষ এইদিনে বাসায় পরিবারে সঙ্গে সময় কাটাচ্ছেন তিনি।
বিয়ের পর প্রথম জন্মদিন এসেছে প্রিয়ন্তী উর্বীর জীবনে। তার স্বামী দিনটাকে বিশেষ করে দিয়েছেন সারপ্রাইজ দিয়ে। প্রিয়ন্তী জাগো নিউজকে বলেন, সিনেমা দেখে রাত ১১টায় বাসায় এসেছি। আমি জানতাম না আমার বন্ধুরা আসবে। আমার বর সে সব প্ল্যান করেছে। এসে দেখি ফ্রেন্ডরা সব বারান্দায় ওয়েট করতেছে। আমরা কখন আসবো। খুবই সারপ্রাইজড হলাম। তাদের নিয়ে সুন্দর সময় কেটেছে।’
Advertisement
গত বছর প্রিয়ন্তী উর্বী বিয়ে করেছন সালমান আহমেদকে। সংবাদপত্রের বিপণন বিভাগের কর্মকর্তা তিনি। পেশাগত কাজের সূত্রেই তাদের পরিচয়। বর কী গিফট করলো জানতে চাইলে তিনি বলেন, ‘একটু পার্সোনাল। আপনারা আবার বললে নিউজ করে দিবেন (হাসি)।’
তিনি জানান, সেই পারসোনাল গিফটের সঙ্গে একটা লকেট, একটা ঘড়িও গিফট করেছে তার স্বামী।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে স্নাতক করেছেন প্রিয়ন্তী উর্বী। ২০১৯ সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় অংশ নেন তিনি। ২০২০ সালের শেষ ভাগে বিজ্ঞাপনচিত্রে মডেল হিসেবে ক্যারিয়ার শুরু করেন। ২০২১ সালের মার্চে অনিরুদ্ধ রাসেলের ‘ভেজা বিড়াল’ নাটক দিয়ে অভিনয়ে নাম লেখান।
এমআই/এলআইএ/জেআইএম
Advertisement