জাতীয়

ঢামেক হাসপাতালের পেছনে পড়ে ছিল নারীর মরদেহ

ঢামেক হাসপাতালের পেছনে পড়ে ছিল নারীর মরদেহ

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের পেছন থেকে অজ্ঞাতনামা (২৬) এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

Advertisement

রোববার (১৩ জুলাই) সকাল ১০টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, খবর পেয়ে সকাল ১০টার দিকে হাসপাতালের পেছনে থেকে অজ্ঞাত এক নারীকে অচেতন অবস্থায় উদ্ধার করি। পরে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি জানান, নিহতের নাম পরিচয় এখনো জানা যায়নি। লোকমুখে জানতে পারি নিহত ওই নারী ভবঘুরে প্রকৃতির ছিলেন। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। সিআইডি ক্রাইমসিনকে খবর দিয়েছি। প্রযুক্তির সহায়তায় তার নাম পরিচয় শনাক্ত করা হবে।

Advertisement

এমআরএম/জেআইএম