খেলাধুলা

বিগ ব্যাশ লিগে আবারও দল পেলেন রিশাদ

বিগ ব্যাশ লিগে আবারও দল পেলেন রিশাদ

অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগে আবারও দল পেয়েছেন রিশাদ হোসেন। এবারও তাকে দলে নিয়েছে হোবার্ট হারিকেন্স। বিগ ব্যাশ ড্রাফট ২০২৫ (রাউন্ড-২) থেকে ১৩ নম্বর পিক হিসেবে লেগস্পিনারকে দলে ভিড়িয়েছে দলটি।

Advertisement

বিগ ব্যাশের সর্বশেষ মৌসুমেও (২০২৪-২০২৫) হোবার্টের স্কোয়াডে ছিলেন রিশাদ। কিন্তু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ব্যস্ততার কারণে ওই মৌসুমে খেলা হয়নি টাইগার লেগস্পিনারের।

তবে সবকিছু ঠিক থাকলে আগামী ২০২৫-২০২৬ মৌসুমে হোবার্টের হয়ে খেলবেন রিশাদ।

Hassan Khan, Shadab Khan and Babar Azam all feature in the second round of the #BBL15 Draft pic.twitter.com/279LMleuy7

Advertisement

— KFC Big Bash League (@BBL) June 19, 2025

আগামী ২১ ডিসেম্বর শুরু হবে বিগ ব্যাশ লিগের ১৫তম আসর। ২০২৬ সালের ২৫ জানুয়ারি ফাইনালের মাধ্যমে পর্দা নামবে এই আসরের। টুর্নামেন্টে প্রতিযোগিতা করবে ৮টি দল। লিগের বর্তমান চ্যাম্পিয়ন রিশাদের দল হোবার্ট।

সর্বশেষ পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোর কালান্দার্সের হয়ে শিরোপা জিতেছেন রিশাদ। এর আগে ফরচুন বরিশালের হয়ে জিতেছেন বিপিএল শিরোপা।

বাংলাদেশ থেকে বিগ ব্যাশ লিগে খেলেছেন কেবল সাকিব আল হাসান। ২০১৩-২০১৪ মৌসুমে অ্যাডিলেইড স্ট্রাইকার্স ও ২০১৪-২০১৫ মৌসুমে মেলবোর্ন রেনেগেডসের হয়ে খেলেছিলেন টাইগার অলরাউন্ডার।

এমএইচ/

Advertisement