ক্যাম্পাস

ভারতকে এশিয়ার ইসরায়েল আখ্যা ইনকিলাব মঞ্চের

ভারতকে এশিয়ার ইসরায়েল আখ্যা ইনকিলাব মঞ্চের

ইরানে দখলদার জায়োনিস্ট ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদে সমাবেশ করেছে ইনকিলাব মঞ্চ। এ সময় ভারতকে দক্ষিণ এশিয়ার ইসরায়েল আখ্যা দেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের।

Advertisement

বুধবার (১৮ জুন) বিকেল সাড়ে ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত সমাবেশে এ কথা বলেন তিনি।

আমেরিকার মদদ ছাড়া কোনো হামলা হয় না দাবি করে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বলেন, আমেরিকা একদিকে মানবতার বুলিয়ে আওড়ায় অন্যদিকে তারা ইসরায়েলকে দিয়ে হামলা চালায়। আমেরিকার মদদ ছাড়া ইসরায়েল কোনো হামলা করে না।

অবৈধ রাষ্ট্র ইসরায়েল ফিলিস্তিনে আত্মরক্ষার নামে নিরপরাধ শিশু হত্যাসহ গাজা, পশ্চিম তীর দখল করে নিচ্ছে। আজ তারা ইরানের ওপর হামলা করছে।

Advertisement

জাবের বলেন, দক্ষিণ এশিয়াতেও একটা ইসরায়েল আছে। মোসাদ যেভাবে ইরানকে গ্রাস করেছে ঠিক তেমনি এই বাংলাদেশেও অনেক দালাল রয়েছে যারা ভারতের আধিপত্যবাদ টিকিয়ে রাখতে চাচ্ছে এদেশে। এই গাদ্দারদের বিতাড়িত না করলে আমাদের অবস্থাও খারাপ হবে। আমরা দেশের মিলিটারিসহ সবাইকে বলবো ভারতের দালালদের বিরুদ্ধে সতর্ক থাকবেন।

ইনকিলাব মঞ্চের সদস্য রিয়াদুল বলেন, আজ ইসরায়েল ও অবৈধ শক্তিরা ফিলিস্তিন, কাশ্মীর রক্তাক্ত করে ক্ষান্ত হয় নাই। তারা বাগদাদ নিয়ে ক্ষান্ত হয় নাই। তারা এখন আমাদের তেহরানের দিকে হাত বাড়িয়েছে। আমরা তাদের এ হাত ভেঙে দেব। আমরা দেখতে পাচ্ছি তারা আজ মধ্যপ্রাচ্য এবং একসময় এই বাংলাদেশেও এসে পৌঁছাবে কিন্তু তা আমরা হতে দেব না। আমরা বিশ্ব মুসলিম ভাইদের বলতে চাই আপনারা ঐক্যবদ্ধ হয়ে এই জালিমদের প্রতিহত করুন।

এফএআর/এমআরএম/এএসএম

Advertisement