জাতীয়

মাইলস্টোনে হতাহতদের জন্য বায়তুল মোকাররমে বিশেষ দোয়া

মাইলস্টোনে হতাহতদের জন্য বায়তুল মোকাররমে বিশেষ দোয়া

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় মঙ্গলবার (২২ জুলাই) বাদ জোহর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। এ সময় নিহতদের রূহের মাগফেরাত ও রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আহতদের সুস্থতা কামনা করা হয়।

Advertisement

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মো. মুহিউদ্দীন কাসেম। এসময় দ্বীনী দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক ড. মোহাম্মদ হারুনূর রশীদসহ ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সোমবার (২১ জুলাই) ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে দেশের সব মসজিদের কমিটিসহ সংশ্লিষ্ট সবাইকে এ বিষয়ে দোয়া ও মোনাজাতের আয়োজন করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়।

তথ্য অধিদপ্তরের এক সংবাদ বিবরণীতে এসব তথ্য জানা গেছে।

Advertisement

এমইউ/এএমএ