দেশজুড়ে

৭০ হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের বুঝিয়ে দিলো ফেনীর পুলিশ

৭০ হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের বুঝিয়ে দিলো ফেনীর পুলিশ

৭০টি হারানো মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের বুঝিয়ে দিয়েছে ফেনীর পুলিশ। জেলার বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে হারিয়ে যাওয়া ৭০টি মোবাইল ফোন উদ্ধার করে মঙ্গলবার বিকেলে নিজ নিজ মালিকের কাছে হস্তান্তর করা হয়।

Advertisement

পুলিশ জানায়, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সময়ে বেশকিছু মোবাইল ফোন হারিয়ে গেছে, এমন ঘটনায় মোবাইল ফোন মালিকদের সাধারণ ডায়েরির পরিপ্রেক্ষিতে ফেনী জেলা সাইবার সেলের মাধ্যমে প্রযুক্তির সহায়তায় বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ৭০টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

উদ্ধার করা মোবাইল ফোন মালিকদের বুঝিয়ে দেওয়ার সময় ফেনীর পুলিশ সুপার মো. হাবিবুর রহমানসহ সংস্থাটির বিভিন্ন কর্মকর্তা ও উদ্ধার করা মোবাইলের মালিকরা উপস্থিত ছিলেন। এছাড়া উপস্থিত ছিলেন ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইদুর রহমান ও মু. সাইফুল ইসলাম।

মোবাইল ফোন ফিরে পাওয়া ফাতেমা আক্তার বলেন, কয়েক মাস আগে আমার মোবাইল ফোনটি হারিয়ে গিয়েছিল। থানায় সাধারণ ডায়েরি করার পর পুলিশের প্রযুক্তি সেলের সহযোগিতায় সেটা ফেরত পেয়েছি। এজন্য পুলিশ বাহিনীর সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

Advertisement

ফেনীর পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন, সম্প্রতি পুলিশের বিশেষ অভিযানে গত কয়েক মাসে হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে তাদের প্রকৃত মালিকের হাতে তুলে দেওয়া হয়েছে।

আবদুল্লাহ আল-মামুন/এমআরএম