দেশজুড়ে

ইউএনও অফিসের নাম ভাঙিয়ে মাইলস্টোন ঘটনায় টাকা দাবি

ইউএনও অফিসের নাম ভাঙিয়ে মাইলস্টোন ঘটনায় টাকা দাবি

চট্টগ্রামের মিরসরাই উপজেলা কর্মকর্তার (ইউএনও) সহকারী পরিচয়ে একটি প্রতারক চক্র ঢাকার ‌মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ঘটনার অজুহাতে একটি মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেসের নম্বর পাঠিয়ে অর্থ সহযোগিতা চাইছে। মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে একটি মোবাইল নম্বর থেকে বিভিন্ন জনকে ফোন করা হয়।

Advertisement

এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে খবর নিলে একটি চক্র এ ধরনের প্রতারণা করছে বলে জানা যায়।

মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোমাইয়া আক্তার বলেন, এ ধরনের কোনো নির্দেশনা আমাদের অফিস থেকে দেওয়া হয়নি। জনগণকে প্রতারণা থেকে সতর্ক থাকতে বলা হয়েছে এবং কেউ যেন লেনদেন না করেন সে বিষয়ে একটি সতর্কতামূলক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

এম মাঈন উদ্দিন/এমআরএম

Advertisement