উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হওয়ার মর্মান্তিক ঘটনায় পুরো জাতি শোকে আচ্ছন্ন। আজ গোটা দেশে রাষ্ট্রীয় শোক ছিল। বাংলাদেশ ও পাকিস্তান ম্যাচের আগে এক মিনিট নীরবতা পালন করা হয়েছে। দুই দল কালো ব্যাজ ধারন করেছে। ডিজে মিউজিকই শুধু নয়, দু'দেশের জাতীয় সঙ্গীতও বাজানো হয়নি।
Advertisement
এরকম শোকবিহ্বল পরিস্থিতিতেও খেলতে হয়েছে। ব্যাপারটা কেমন? খেলা শেষে এ প্রশ্নের মুখোমুখি হয়ে আজকের ম্যাচে বাংলাদেশের জয়ের নায়ক জাকের আলী অনিক বলেন, কী আর বলব? মর্মান্তিক ঘটনা। ভারী হয়েই কাটাতে হয়েছে আমাদের। এমন ঘটনা কারোই কাম্য নয়। সবার জন্য দোয়া চেয়েছি। যারা পরলোকে চলে গেছেন, তাদের আত্মার শান্তি কামনা করেছি। আর যারা হাসপাতালে চিকিৎসাধীন , তাদের সুস্থ্যতার জন্যও আল্লাহ রাব্বুল আল আমিনের কাছে দোয়া চেয়েছি।
তিনি বলেন, আসলে আমাদের দেশে এমন এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। মনের দিক থেকে কেউই উৎফুল্ল ছিলাম না। দল হিসেবে আমাদের জন্য ব্যাপারটা টাফ ছিল। তারপরও মাঠে নামতে হয়েছে।
এআরবি/আইএইচএস/এএমএ
Advertisement