হেভি মেটাল ব্যান্ড ব্ল্যাক সাববাথ এর ভোকাল এবং কিংবদন্তি রক আইকন অজি অসবর্ন মারা গেছেন। মঙ্গলবার (২২ জুলাই) ৭৬ বছর বয়সে এই সঙ্গীতশিল্পী মারা যান বলে এক বিবৃতিতে জানিয়েছে তারা পরিবার। খবর এএফপির।
Advertisement
ইংল্যান্ডে নিজের শহর বার্মিংহ্যামে তার বিদায়ী কনসার্টে পারফর্ম করার দুই সপ্তাহ পরেই না ফেরার দেশে চলে গেলেন এই জনপ্রিয় সঙ্গীতশিল্পী। জানা যায়, ২০১৯ সালে তার শরীরে পারকিনসনস ডিজিজের অস্তিত্ব ধরা পড়ে।
তার পরিবার থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, ভাষায় প্রকাশ করা কষ্টকর হলেও অত্যন্ত দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে যে, আমাদের প্রিয় অজি অসবর্ন আজ সকালে মারা গেছেন।
ভক্ত ও অনুরাগীদের প্রতি অনুরোধ জানিয়ে বিবৃতিতে আরও বলা হয়, মৃত্যুকালে তার পাশে পরিবারের সদস্য ও তার প্রিয় মানুষেরা ছিলেন। আমরা সবার প্রতি আমাদের পারিবারিক গোপনীয়তার প্রতি সম্মান জানানোর অনুরোধ করছি।
Advertisement
১৯৭০ এর দশকে ব্যাপক ব্যবসায়িক সাফল্য লাভ করে হেভি মেটাল ব্যান্ড ব্ল্যাক সাববাথ। ব্যান্ডের ভোকাল অসবর্ন ছিলেন হেভি মেটাল ঘরানার গানের অগ্রপথিকদের একজন। প্রিন্স অব ডার্কনেস- নামে খ্যাত এই শিল্পী একবার স্টেজে পারফর্ম করার সময় জীবন্ত একটি বাদুড়ের মাথা কামড়ে ছিঁড়ে ফেলেছিলেন!
১৯৪৮ সালের ৩ ডিসেম্বর জন্ম নেওয়া এই কিংবদন্তি ঘর ছাড়েন ১৫ বছর বয়সে। স্কুলের বন্ধু গিজার বাটলারের সঙ্গে মিলে কয়েকটি ব্যান্ডদলে যোগ দেওয়ার আগে তিনি কারখানায় কর্মীর মতো অতি সাধারণ ভূমিকায়ও কাজ করেছেন।
প্রিমিয়ার লিগের ক্লাব অ্যাস্টন ভিলার ঘরের মাঠ ভিলা পার্কে চলতি মাসের শুরুর দিকে এক কনসার্টে ব্ল্যাক সাববাথ তাদের আইকনিক সব গান গায়। ওই কনসার্টে ব্যান্ডের সবচেয়ে বিখ্যাত গান- প্যারানয়েড গাওয়ার আগে সেখানে ভক্তদের উদ্দেশে অসবর্ন বলেছিলেন, এটাই শেষ গান। আপনাদের সমর্থনই আমাদেরকে দারুণভাবে বেঁচে থাকার শক্তি জুগিয়েছে। হৃদয়ের গভীর থেকে আপনাদের ধন্যবাদ।
এএমএ
Advertisement