আন্তর্জাতিক

ইরানের নিরাপত্তা সদর দপ্তর ধ্বংসের দাবি ইসরায়েলের

ইরানের নিরাপত্তা সদর দপ্তর ধ্বংসের দাবি ইসরায়েলের

যুদ্ধবিমান থেকে হামলা চালিয়ে ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তা সদর দপ্তর ধ্বংস করে দেওয়ার দাবি করেছে ইসরায়েল। বুধবার (১৮ জুন) ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ এই দাবি করেন।

Advertisement

এর আগে ইসরায়েলের চ্যানেল ১২ জানায়, তেহরানসহ আশপাশের এলাকায় সামরিক স্থাপনায় বিমান হামলা চালাচ্ছে ইসরায়েলি বিমানবাহিনী।

ইসরায়েলের সামরিক বাহিনী এক্সে (পূর্বে টুইটার) জানিয়েছে, তাদের বিমানবাহিনী বর্তমানে তেহরান অঞ্চলে ইরানি শাসকগোষ্ঠীর সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে।

এদিকে, ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী আরও জানিয়েছেন, দেশটির বিভিন্ন অঞ্চলে এখন ‘ধাপে ধাপে স্বাভাবিক অবস্থায় ফেরার’ প্রক্রিয়া শুরু করা হচ্ছে। তিনি এটিকে ইরানের বিরুদ্ধে ‘বিজয়ের বার্তা’ হিসেবে দাবি করেছেন।

Advertisement

ইসরায়েল কাৎজ বলেন, জনগণের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনার ভিত্তিতে অর্থনীতি ও বিভিন্ন অঞ্চল ধীরে ধীরে চালু করার প্রক্রিয়া শুরু করা হয়েছে।

তার এই মন্তব্যে মনে হচ্ছে, ইসরায়েল সরকার বিশ্বাস করতে শুরু করেছে যে ইরানের দিক থেকে আক্রমণের ঝুঁকি কমে এসেছে।

তবে কাৎজ বলেন, ইরানের বিরুদ্ধে তীব্র লড়াই চলবে, যতক্ষণ না পর্যন্ত সব হুমকি দূর হয়।

সূত্র: আল জাজিরা, বিবিসি

Advertisement

এসএএইচ