আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঝুঁকিপূর্ণ সব ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সিসিটিভির প্রয়োজনীয় ব্যবস্থার বিষয়ে আগামী ৩ আগস্টের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানাতে বলেছে ইসি।
Advertisement
গত সোমবার (২১ জুলাই) এ চিঠি পাঠানো হয় বলে জানা গেছে। বুধবার (২৩ জুলাই) ইসির একাধিক সূত্র এ বিষয়টি নিশ্চিত করেছে।
চিঠি সূত্রে জানা যায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ১১তম সভা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর (অব.) সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় কার্যবিবরণীতে গৃহীত সিদ্ধান্তসমূহ বাস্তবায়নের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণপূর্বক গৃহীত কার্যক্রম আগামী ৩ আগস্টের মধ্যে ই-মেইলের মাধ্যমে সফটকপি এবং হার্ডকপি সরাসরি জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক-২ শাখায় পাঠাতে বলা হয়েছে।
Advertisement
ওই সভার কার্যবিবরণী থেকে জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে একাধিক সিদ্ধান্ত গ্রহণ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
এতে বলা হয়েছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ঝুঁকিপূর্ণ সব ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন ও কার্যকর মনিটরিং ব্যবস্থা গ্রহণ করা হবে, যা বাস্তবায়নের দায়িত্ব নির্বাচন কমিশনের।
এমওএস/এমকেআর/জিকেএস
Advertisement