ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় ২২ ও ২৪ জুলাইয়ের চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়েছে। এ দুদিনের পরীক্ষা নিয়মিত পরীক্ষা শেষে একই দিনে নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার।
Advertisement
বুধবার (২৩ জুলাই) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
শিক্ষা উপদেষ্টার এমন ঘোষণার পর উদ্বিগ্ন হয়ে পড়েছেন পরীক্ষার্থীরা ও অভিভাবকরা। বিশেষ করে যাদের একদিনে দুই বিষয়ের পরীক্ষা পড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে, তারা উপদেষ্টার এমন ঘোষণায় ক্ষোভ প্রকাশ করেছেন। তারা শিক্ষা বোর্ডগুলোর প্রতি শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনায় রেখে স্থগিত পরীক্ষাগুলোর সময়সূচি ঠিক করার আহ্বান জানিয়েছেন।
তবে শিক্ষা উপদেষ্টা গণমাধ্যমে এমন ঘোষণা দিলেও এ নিয়ে ‘কিছুই জানেন না’ ১১টি শিক্ষা বোর্ডের মোর্চা আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার।
Advertisement
বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে তিনি জাগো নিউজকে বলেন, ‘শিক্ষা উপদেষ্টা কী বলেছেন, সেটা আমি এখনো জানি না। শিক্ষা মন্ত্রণালয় থেকে এ নিয়ে কোনো নির্দেশনা এখনো আসেনি। ২২ ও ২৪ জুলাইয়ের পরীক্ষার কোনো নতুন সূচিও তৈরি করা হয়নি। আমার এ বিষয়ে কিছুই জানা নেই।’
আরও পড়ুন
একদিনে দুই পরীক্ষা, বেশি বিপাকে পড়বেন মানবিকের শিক্ষার্থীরা এইচএসসির ২২ ও ২৪ জুলাইয়ের স্থগিত পরীক্ষা একই দিনে হবে ২৪ জুলাইয়ের এইচএসসি পরীক্ষাও স্থগিত: শিক্ষা উপদেষ্টা ২২ ও ২৪ জুলাই কোন কোন বিষয়ের পরীক্ষাপ্রকাশিত সময়সূচি অনুযায়ী- ২২ জুলাই সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত রসায়ন দ্বিতীয়পত্র (তত্ত্বীয়), ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয়পত্র (মানবিক শাখা), ইতিহাস দ্বিতীয়পত্র, গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন দ্বিতীয়পত্র এবং উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন দ্বিতীয়পত্র পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
আর সময়সূচিতে ২৪ জুলাইয়ে অর্থনীতি প্রথমপত্র ও প্রকৌশল অঙ্কন ও বিপণন দ্বিতীয়পত্র পরীক্ষা হওয়ার কথা। তবে এ দুদিনের পরীক্ষা স্থগিত করা হয়েছে। একই দিনে সকাল-বিকাল ২২ ও ২৪ জুলাইয়ের পরীক্ষা নেওয়া হলে বিপাকে পড়বেন মানবিক শাখার শিক্ষার্থীরা।
Advertisement
শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে কথা বলে জানা যায়, অধিকাংশ শিক্ষার্থী ইসলামের ইতিহাস ও সংস্কৃতি এবং ইতিহাসের মধ্যে একটি বিষয় ঐচ্ছিক হিসেবে নিয়ে থাকে। আর মানবিক শাখার প্রায় সব শিক্ষার্থীই তাদের ঐচ্ছিক বিষয়ের তালিকায় অর্থনীতি রাখে।
সেই হিসেবে ২২ ও ২৪ জুলাই একসঙ্গে পরীক্ষা হলে মানবিক শাখার একজন শিক্ষার্থীকে সকালে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি অথবা ইতিহাস বিষয়ের পরীক্ষায় অংশ নিতে হবে। আর বিকেলে অর্থনীতি বিষয়ের পরীক্ষা দিতে হবে। যা যে কোনো শিক্ষার্থীর জন্য কষ্টসাধ্য। বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের তেমন চাপ পড়বে না বলে জানিয়েছেন শিক্ষকরা।
এএএইচ/এমএএইচ/এমএস