বিল না পেয়ে সব উন্নয়ন কাজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) ঠিকাদাররা। ২০ জুলাই নগরীর একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করে কাজ বন্ধের ঘোষণা দেন তারা। এরপর আজ সকাল থেকেই তারা কাজ বন্ধ রেখেছেন।
Advertisement
ঠিকাদার সমিতির সভাপতি তরিকুল ইসলাম স্বপন দাবি করেন, ঠিকাদারদের বিলের প্রায় ২৫০ ফাইল আড়াই মাস ধরে টেবিলে ফেলে রেখেছেন সিটি করপোরেশনের সচিব রুমানা আফরোজ। এতে ১৫ ঠিকাদারের প্রায় ১০০ কোটি টাকা আটকে আছে। পাওনা টাকা না পেয়ে তারা কাজের শ্রমিকের মজুরি দিতে পারছেন না। এ অবস্থায় কাজ বন্ধ করে দেওয়া ছাড়া উপায় নেই।
তিনি বলেন, ২০ জুলাই আমরা সংবাদ সম্মেলন করে বিল ছাড় করার জন্য অনুরোধ জানিয়েছিলাম। এরপরও কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নেয়নি। আমাদের সঙ্গে আলোচনারও প্রয়োজন বোধ করেনি। ফলে আমাদের এখন কাজ বন্ধ করতে হচ্ছে। আলোচনা ছাড়া এই কাজ আর শুরু হবে না। আমরা শান্তির শহরের মানুষ, বিশৃঙ্খলা চাই না। তারা আলোচনায় বসে আমাদের বিল ছেড়ে দিলে কাজ শুরু করবো।
ঠিকাদার ও বিএনপি নেতা ইয়াহিয়া খান মিলু বলেন, আড়াই মাস ধরে সচিব কোনো বিল ছাড়েননি। এতে জনগণের স্বার্থে ব্যাঘাত ঘটছে। জনগণই তো দুর্ভোগ পোহাচ্ছে।
Advertisement
এ বিষয়ে মোবাইলে কথা বলবেন না বলে জানিয়েছেন রাসিকের সচিব রুমানা আফরোজ।
তবে রাজশাহী সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী আহমদ আল মঈন বলেন, কাজ বন্ধ করার কোনো সুযোগ নাই। আমরা শুনেছি তারা কাজ বন্ধ করেছে। আমার তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি।
সাখাওয়াত হোসেন/জেডএইচ/এমএস
Advertisement