রাজনীতি

বৃহস্পতিবার অভ্যুত্থানে শহীদদের স্মরণে দোয়া মাহফিল করবে ছাত্রদল

বৃহস্পতিবার অভ্যুত্থানে শহীদদের স্মরণে দোয়া মাহফিল করবে ছাত্রদল

জুলাই-আগস্ট অভ্যুত্থানের সব শহীদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা এবং ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল করবে ছাত্রদল।

Advertisement

বুধবার (২৩ জুলাই) বিকেলে সংগঠনটির পক্ষ থেকে এই তথ্য জানানো হয়। আগামীকাল বৃহস্পতিবার (২৪ জুলাই) বাদ আসর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এই দোয়া ও মিলাদ মাহফিল হবে।

ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় এই দোয়া ও মিলাদ মাহফিলে ঢাকার সব ইউনিটের নেতাদের অংশগ্রহণ করার আহ্বান জানিয়েছেন।

এমএইচএ/এমআইএইচএস/এমএস

Advertisement