দেশজুড়ে

কিশোরগঞ্জে শুরু হচ্ছে করোনার পরীক্ষা, প্রস্তুত আইসোলেশন ওয়ার্ড

কিশোরগঞ্জে শুরু হচ্ছে করোনার পরীক্ষা, প্রস্তুত আইসোলেশন ওয়ার্ড

কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে করোনাভাইরাস শনাক্তে পরীক্ষা কার্যক্রম শুরু হচ্ছে। বৃহস্পতিবার (১৯ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. অভিজিত শর্ম্মা।

Advertisement

তিনি জানান, প্রাথমিকভাবে ৩০০ করোনাভাইরাস শনাক্তকরণ কিট সরবরাহ করা হয়েছে। ধাপে ধাপে জেলার অন্যান্য হাসপাতালেও এ পরীক্ষা চালু করার পরিকল্পনা রয়েছে।

ডা. অভিজিত শর্ম্মা বলেন, আমরা সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছি। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আমাদের সক্ষমতা রয়েছে। এখন পর্যন্ত কিশোরগঞ্জে কোনো করোনা রোগী শনাক্ত হয়নি। তবে জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানানো হচ্ছে। সন্দেহজনক উপসর্গ দেখা দিলে দ্রুত পরীক্ষা করানো জরুরি।

তিনি বলেন, স্বাস্থ্যবিধি মানা, অপ্রয়োজনে জনসমাগম এড়িয়ে চলা এবং সচেতনতা বাড়ানোর জন্য নানা মাধ্যমে প্রচারণা চালানো হচ্ছে।

Advertisement

২০২২ সালের অক্টোবর থেকে কিশোরগঞ্জে করোনা সংক্রমণের হার শূন্যের কোঠায় রয়েছে। প্রায় তিন বছর ধরে জেলায় নতুন কোনো করোনা রোগী শনাক্ত হয়নি।

এদিকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. হেলিশ রঞ্জন সরকার জানান, সংক্রমণ বাড়লেও আতঙ্কিত হওয়ার কিছু নেই। হাসপাতাল প্রাথমিকভাবে ১১ আইসোলেশন বেড প্রস্তুত রেখেছে। ধাপে ধাপে তা বাড়িয়ে ২৫টি করা হবে। পরীক্ষা যে কোনো সময় শুরু করা যাবে।

এসকে রাসেল/আরএইচ/এএসএম

Advertisement