রাজধানীর মহাখালী ও টঙ্গী এলাকায় পৃথক ঘটনায় ট্রেনে কাটা পড়ে নারীসহ দুইজনের মৃত্যু হয়েছে। নিহত নারীর নাম সুমা (২৫)। নিহত অন্য ব্যক্তির (৪০) পরিচয় এখনো জানা যায়নি।
Advertisement
সোমবার (২ জুন) সকালের দিকে নিহতদের দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) এইচ এম এ বাসার জানান, আমরা খবর পেয়ে তেজগাঁওয়ের নাখালপাড়া ও মহাখালীর মাঝ বরাবার পাগলার পুল রেললাইনে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখি। পরে আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেকের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান,আমরা জানতে পেরেছি ৬০১ নং কনটেইনারের সঙ্গে ধাক্কা লেগে ডাউন লাইনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত ব্যক্তির নাম-পরিচয় এখনো জানা যায়নি। প্রযুক্তির সহায়তায় বিস্তারিত জানার চেষ্টা চলছে। আমরা সিআইডি ক্রাইমসিনকে খবর দিয়েছি। নিহতের পরনে ছিল সাদা-লাল গেঞ্জি।
Advertisement
অন্যদিকে, টঙ্গী রেলস্টেশনের উত্তর পাশে জামিয়া নেসারিয়া মাদরাসা এলাকায় ট্রেনে কাটা পড়ে সুমা নামে এক নারীর মৃত্যু হয়েছে।
রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী জিন্নাহ জানান, আমরা খবর পেয়ে টঙ্গী রেলস্টেশনের উত্তর পাশে জামিয়া নেসারিয়া মাদরাসার রেলগেট এলাকায় এক নারীর দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, আমরা তার বাবার কাছে জানতে পারি নিহত নারী মানসিক রোগী ছিলেন। গতকাল (রোববার) বিকেলের দিকে সে ট্রেনের লাইনে বসে ছিল। বসে থাকা অবস্থায় একটি ট্রেনের ইঞ্জিন যাওয়ার সময় ওই ইঞ্জিনে কাটা পরে সে দ্বিখণ্ডিত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, নিহত নারী নেত্রকোনা জেলার আটপাড়া থানার দিয়ারা গ্রামের যতনের কন্যা। নিহতের স্বামীর নাম রানা।
Advertisement
কাজী আল-আমিন/এএমএ/জিকেএস