বাংলাদেশের রাজশাহীতে জন্ম নেওয়া বিশ্ব পর্যটক তানভীর অপু বর্তমানে বসবাস করছেন শান্তির দেশ ফিনল্যান্ডে। গত বছরের জুলাই পর্যন্ত তিনি বিশ্বের ৯০৫টি শহর ভ্রমণ করেছেন। মাঝে মাঝে আসেন নিজের মাতৃভূমিতে।
Advertisement
বিশ্ব ভ্রমণের পর তিনি বর্তমানে ফিনল্যান্ডে অবস্থান করছেন। গত ২৯ জুন তিনি দুটি ছবি পোস্ট করেছেন নিজের ফেসবুক আইডিতে। সঙ্গে বিবরণীও যুক্ত করেছেন।
পোস্টের ক্যাপশনে তিনি লিখেছেন, ‘রাস্তার ওপর দিয়ে এভাবে পশু পারাপারের ফ্লাইওভার করে দেওয়া থাকে ফিনল্যান্ডে। উন্নত বিশ্বের দেশগুলোতে একই রকম পদ্ধতি করে দেওয়া থাকে।’
আরও পড়ুন গোপাল সাঁওতালের জন্য মানবিক আবেদন ভাড়া করা ড্রেস ও একটি প্রেজেন্টেশনঅপু লিখেছেন, ‘হাজার বছর ধরে বনের পশুরা পার হচ্ছে। হঠাৎ করে সভ্য মানুষগুলো বনের মাঝখান দিয়ে রাস্তা তৈরি করে। তখন পশুর পারাপারের জন্য পদ্ধতিটা তারা বুদ্ধি করে করেছে। যেটা আসলে প্রতিটা দেশেরই থাকা উচিত।’
Advertisement
তানভীর অপুর পোস্টে অনেকেই কমেন্ট করেছেন। কেউ কেউ অস্ট্রেলিয়ার কথাও উল্লেখ করেছেন। সাইদুল সায়েদ নামের একজন লিখেছেন, ‘কক্সবাজার ট্রেন রুটেও এরকমটা করা হয়েছে। সংরক্ষিত বনাঞ্চলের হাতির জন্য।’
এ ছাড়া আহমেদ জিহাদ খান লিখেছেন, ‘অনেক দেশে বনের কিছু অংশে ওভারপাস বা ফ্লাইওভার করে। ভারতে বনের ওপর দিয়ে ফ্লাইওভার করেছে।’
এসইউ/জিকেএস
Advertisement