দেশজুড়ে

পাখির বাচ্চা ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো কিশোরের

পাখির বাচ্চা ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো কিশোরের

ময়মনসিংহের ফুলপুরে গাছ উঠে পাখির বাচ্চা ধরার সময় বিদ্যুৎস্পৃষ্টে নাবিল হোসেন (১২) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার পয়ারি ইউনিয়নের কালীবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

Advertisement

নাবিল হোসেন পাশের খালসাইদকোনা গ্রামের নাজমুল ইসলামের ছেলে। সে পয়ারি গোকুল চন্দ্র উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে নাবিল কালীবাড়ি এলাকার একটি রাইস মিলের পাশে কড়ইগাছ থেকে পাখির বাচ্চা ধরতে গিয়ে গিয়েছিল। সাড়ে ৯টার দিকে গাছের ওপরের ডালে থাকা পাখির বাচ্চা ধরার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে গুরুতর আহত হয় নাবিল। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হাদি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন।

Advertisement

কামরুজ্জামান মিন্টু/আরএইচ/জিকেএস