চব্বিশের গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ও গণতন্ত্রকে বিএনপি ধারণ করে বলে উল্লেখ করেছেন দলটির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
Advertisement
তিনি বলেন, চব্বিশের গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ও গণতন্ত্রকে বিএনপি ধারণ করে বলেই জাতীয় ঐক্যের বৃহত্তর স্বার্থে অনেক ছাড় দিয়েছে, সর্বোচ্চটা করছে। তবে ঐক্যের নামে এমন কিছু বিএনপি করতে পারে না, যা এ দেশের গণমানুষের রাজনৈতিক ও গণতান্ত্রিক সংস্কৃতি এবং রীতি-নীতির পরিপন্থি।
বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে ময়মনসিংহ নগরীর নতুন বাজারে হরি কিশোর রায় সড়কে বিএনপি কার্যালয়ে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধনের পর এক আলোচনায় তিনি এসব কথা বলেন।
এমরান সালেহ প্রিন্স বলেন, চব্বিশের গণঅভ্যুত্থানের শহীদ ও পঙ্গুত্ববরণকারীরা আমাদের জাতীয় বীর। তাদের যথাযথ স্বীকৃতি ও সম্মান দেওয়া রাষ্ট্র এবং জনগণের দায়িত্ব। জনগণের রায় নিয়ে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে চব্বিশের গণঅভ্যুত্থানের শহীদ ও পঙ্গুত্ববরণকারীসহ বিগত ১৫ বছরের গুম-খুনের শিকার ব্যক্তিরা প্রাপ্য মর্যাদা পাবেন।
Advertisement
তিনি আরও বলেন, জনগণ সংখ্যানুপাতের ভিত্তিতে নয়, সরাসরি প্রার্থী, মার্কা ও দল দেখে ভোট দিতে চায়।
জাতীয় ঐক্য বজায় রেখে গণতন্ত্রের লক্ষ্যে নির্বাচনের পথে হাঁটার জন্য আহ্বান জানিয়ে তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, বেগম খালেদা জিয়া ও তারেক রহমান চব্বিশের গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বুকে ধারণ করেন। নেতাকর্মীদেরকেও সেই আকাঙ্ক্ষা বুকে ধারণ করে পরিবর্তনের মানসিকতা নিয়ে রাজনীতি করতে হবে। জনগণ কষ্ট পায় বা পছন্দ করে না- এমন কাজ থেকে সবাইকে বিরত থাকতে হবে। কী পেলাম তা চিন্তা না করে দেশ ও জনগণকে কী দিলাম বা দিতে পারছি তা বিবেচনা করে রাজনীতি করতে হবে।
এসময় জেলা ড্যাবের সভাপতি ডা. বদরউদ্দিন সেলিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডা. সায়েম মনোয়ারের সঞ্চালনায় আলোচনা সভায় ময়মনসিংহ মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবলু, উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদারসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কামরুজ্জামান মিন্টু/জেডএইচ/জেআইএম
Advertisement