তুমি হবে
Advertisement
আমাকে ভালোবাসতে এসো নাআমাকে ভালোবাসলে তোমার পুরোনো সভ্যতা ধ্বংস হয়ে যাবেশহর থেকে গ্রামে আগুনের লেলিহান শিখা জ্বলবেদুঃখের ভারে একেকটি দিন-রাত বর্ষণ হবেআমাকে ভালোবাসলে প্রতিবার তুমি নতুন হবেযেন নতুন কুড়ির মতো সবুজ হবে।
আমাকে ভালোবাসতে এসো নাআমাকে ভালোবাসলে প্রতিবাদ সভা বসবেজনগণ সবাই গোলটেবিলে বসবেপ্রতিশোধের নেশায় তোমাকে স্থির থাকতে দেবে নাআমাকে ভালোবাসলে প্রতিবার তুমি হবে নতুন রাষ্ট্র।
****
Advertisement
মনবন
নতুন নতুন দুঃখ ভারে কত রোজ ভাসিভাসতে ভাসতে কাঠের টুকরোর মতো হঠাৎ থামিএই যে তুমি রোজ দরজা খুললে হাসিমুখ দেখোহাসতে হাসতে ক্লান্তির অবসানে কেটে যায় তোমার সন্ধ্যাতবে তুমি জেনে রেখো, আমৃত্যুকালএই হাসির ভিড়ে বেদনা রোজ ভাসে।
কান্নার নদী রোজ নতুন প্রেমের নৌকা চলেতুমি আমি নির্জনায় হাসি আনতে মনবনে ঘুরে বেড়াইএই যে তুমি গভীর দুঃখে হাত বাড়ালে আমাকেই পাওদুঃখ ভুলে কেটে যায় তোমার ব্যস্ত দিনতুমিও জেনে রেখো সেই সব দিনকালযা আজও আমার মস্তিষ্কে তোলপাড় করে।
****
Advertisement
স্মৃতিপট
জানি তোমার সন্ধ্যে কাটে নীরবতায়আজও তুমি আকাশ দেখলে মনে করো আকাশের মতো বিশালাক্ষ্মী মেঘকেযেই মেঘ উড়ে এসে আমার চোখে বৃষ্টি এনেছিলোআমি তোমায় আজন্মকাল দাবী নিয়েই বলবোতুমি শুধু ছাতা হয়ে থেকোওইসব দুঃখ আমায় ছুঁতেও পারবে নাকিছুটা ছুলেও বেসালাম হবো না।
জানি, আজও তুমি স্মৃতির দলে সেই স্মৃতিপট দেখোমানুষ যেন নয় একেকজন দুঃখ দেওয়া শিকারীকেমন কেমন শিকারের নেশায় রোজ মুখ উদগ্রীব ছিলযেন চোখের শিশিরে কেটে গেলো কিছুকালতুমি বরং নিজের গড়া নগরে হেঁটে বেড়াওশিকারী সব একদিন ক্লান্ত হয়ে যাবে।
এসইউ/জেআইএম