জাতীয়

চট্টগ্রামে আওয়ামী লীগ নেতাকে আটক করে পুলিশে দিলেন শিক্ষার্থীরা

চট্টগ্রামে আওয়ামী লীগ নেতাকে আটক করে পুলিশে দিলেন শিক্ষার্থীরা

চট্টগ্রামের পটিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও কচুয়াই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইনজামুল হক জসিমকে আটক করে পুলিশে দিয়েছেন বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা।

Advertisement

শনিবার (১২ জুলাই) রাতে চট্টগ্রাম নগরীর ২নং গেট এলাকায় একটি রেস্টুরেন্টে মেয়ের জন্মদিনের অনুষ্ঠানে যোগ দেন ইনজামুল হক জসিম। রাত ১১টার দিকে বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা সেখান থেকে তাকে আটক করে পাঁচলাইশ থানায় খবর দেন। পরে পুলিশ এসে তাকে গ্রেফতার করেন।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলাইমান বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন মিটফোর্ডে ব্যবসায়ী হত্যা: নেত্রকোনা থেকে গ্রেফতার আরও ২

জানা যায়, পটিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিলে গুলি ও হামলার অভিযোগে ইনজামুল হক জসিমের (৪৯) বিরুদ্ধে পটিয়া থানায় কয়েকটি মামলা রয়েছে।

Advertisement

বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের অভিযোগ, গত বছরের জুলাই-আগস্টে পটিয়ায় ছাত্রদের ওপর হামলার নেতৃত্ব দেন ইনজামুল হক জসিম।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলাইমান বলেন, যেহেতু তার বিরুদ্ধে পটিয়া থানায় বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ আরও বেশ কয়েকটি মামলা রয়েছে, সেহেতু আমরা তাকে পটিয়া থানা পুলিশের হাতে হস্তান্তর করবো। তারা এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন।

পটিয়া থানার ওসি মো. নুরুজ্জামান জানান, তাকে গ্রেফতারের বিষয়টি জানতে পেরেছি। তবে তাকে এখনো পটিয়া থানায় হস্তান্তর করা হয়নি। তার বিরুদ্ধে কয়েকটি মামলা রয়েছে। হস্তান্তরের পর সে অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রফিক হায়দার/ইএ/জিকেএস

Advertisement