দেশজুড়ে

জলাশয়ে পড়ে ছিল নিখোঁজ দুই শিশুর মরদেহ

জলাশয়ে পড়ে ছিল নিখোঁজ দুই শিশুর মরদেহ

ময়মনসিংহে নিখোঁজের পরদিন জলাশয় থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (১৩ জুলাই) সকালে সদরের দাপুনিয়া কাওয়ালটি এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

Advertisement

তারা হলো, ওই এলাকার আসাদুজ্জামান রুবেলের ছেলে রেজুয়ান আহমেদ (৫) ও আরিফ রব্বানির ছেলে মুহাম্মদ হোসাইন (৪)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার সকালে বাড়ির সামনে খেলা করছিল রেজুয়ান আহমেদ ও মুহাম্মদ হোসাইন। বেলা ১১টা থেকে শিশুদের পাচ্ছিল না তাদের পরিবারের লোকজন। এমতাবস্থায় আশপাশের স্থানসহ এলাকায় খুঁজাখুঁজি করেও সন্ধান মেলেনি। পরদিন সকালে বাড়ির পাশের ময়লাযুক্ত জলাশয়ে শিশুদের জুতা ভেসে থাকতে দেখে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

এ বিষয়ে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শিবিরুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন।’

Advertisement

কামরুজ্জামান মিন্টু/আরএইচ/জেআইএম