বিনোদন

কান চলচ্চিত্র উৎসবে রাজীবের স্বল্পদৈর্ঘ্য

কান চলচ্চিত্র উৎসবে রাজীবের স্বল্পদৈর্ঘ্য

মর্যাদাসম্পন্ন কান চলচ্চিত্র উৎসবে জায়গা করে নিয়েছে আদনান আল রাজীব পরিচালিত স্বল্পদৈর্ঘ্য ‘আলী’। উৎসবের ৭৮তম আসরের স্বল্পদৈর্ঘ্য সিনেমা বিভাগে দেখােনা হবে ১৫ মিনিটের এই সিনেমাটি।

Advertisement

আজ (২৫ এপ্রিল) শুক্রবার দুপুরে স্বল্পদৈর্ঘ্য বিভাগে মনোনীত সিনেমার তালিকা প্রকাশ করেছে উৎসব কর্তৃপক্ষ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে ‘আলী’ সিনেমার কানে মনোনয়ন পাওয়ার কথা জানান নির্মাতা নিজেও।

ফেসবুকে একটি পোস্ট দিয়ে রাজীব লেখেন, ‘গত বছর আমি কানে একজন প্রযোজক হিসেবে দাঁড়িয়েছিলাম। এ বছর, আমি একজন পরিচালক হিসেবে সেখানে ফিরছি, এবং এবার, আমরা অফিসিয়াল প্রতিযোগিতায় পা রেখেছি! এখানে কেউ একা কিছু করতে পারে না, সিনেমা কারও একক ভ্রমণ নয়। এ এক সুন্দর হৈ হুল্লোর, একত্রে স্পন্দিত অনেকগুলো হৃদয়ের সিম্ফনি।’

আরও পড়ুন: নিজের নয়, অর্পার বিয়ের দাওয়াত দিলেন মেহজাবীন ‘তুমি আমার শক্তি ও উজ্জ্বল নক্ষত্র’, মেহজাবীনকে আদনান আল রাজীব সিনেমা বানাব, কয়েকটা গল্প রেডি : আদনান আল রাজীব

২০২৪ সালের নভেম্বর মাসে সিলেটে ‘আলী’ সিনেমার দৃশ্যধারণ করা হয়। গল্পের ধারণা দিতে গিয়ে আদনান আল রাজীব বলেন, ‘ব্যক্তিজীবনের ভেতর দিয়ে আমরা একটা অনিবার্য সত্যকে আবিষ্কার করার চেষ্টা করেছি। সহজ-সরল-সুন্দর ঢঙেই কাজটি করার চেষ্টা ছিল আমাদের।’

Advertisement

কানে প্রদর্শনীর সুযোগ প্রসঙ্গে ছবির অন্যতম প্রযোজক তানভীর হোসেন বলেন, ‘স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রকে আমরা খুব একটা গুরুত্ব দিই না। কিন্তু এই ধরনের কাজের মধ্যদিয়েই একজন তরুণ বা নবীন, বড় আর অভিজ্ঞ হয়ে ওঠে। আমাদের সিনেমা কানের মূল প্রতিযোগিতায় জায়গা করে নেওয়াটা একটা ইন্সপায়ারিং ঘটনা। আমরাও বলতে চাই, আমরাও বিশ্বমানের কাজ করি।’

আদনান আল রাজীব পরিচালিত স্বল্পদৈর্ঘ্য সিনেমাটি প্রযোজনা করেছেন বাংলাদেশের তানভীর হোসেন ও ফিলিপাইনের ক্রিস্টিন ডি লিওন। সিনেমাটির প্রযোজনা নির্বাহী ‘রানআউট ফিল্মস’। এ বছর কান চলচ্চিত্র উৎসবের স্বল্পদৈর্ঘ্য বিভাগে জায়গা করে নিয়েছে আরও ৯টি সিনেমা। আসছে ১৩ থেকে ২৪ মে ফ্রান্সের কান শহরে বসছে সিনেমার এ উৎসব।

এমআই/আরএমডি/এএসএম

Advertisement