বিনোদন

‘তাকদীর’ ও ‘কারাগার’র পর ‘গুলমোহর’ নিয়ে ফিরছেন শাওকী

‘তাকদীর’ ও ‘কারাগার’র পর ‘গুলমোহর’ নিয়ে ফিরছেন শাওকী

‘তাকদীর’ ও ‘কারাগার’ ওয়েব সিরিজের মাধ্যমে দর্শকমহলে প্রশংসিত হন নির্মাতা সৈয়দ আহমেদ শাওকী। দুটি সিরিজই ওটিটি প্লাটফর্মে তুমুল সাড়া ফেলে। এরপর থেকেই তার পরবর্তী কাজের জন্য অধীর আগ্রহে ছিলেন দর্শকরা। দীর্ঘ নীরবতা ভেঙে অবশেষে নতুন সিরিজের খবর জানালেন এই নির্মাতা।

Advertisement

তৃতীয় ওয়েব সিরিজ ‘গুলমোহর’-এর মাধ্যমে প্রায় তিন বছর পর পর্দায় ফিরছেন শাওকী। তিনি জানান, গুলমোহর তার নির্মিত এখন পর্যন্ত সবচেয়ে বড় স্কেলের কাজ হতে যাচ্ছে। এই ধরনের একটি ফিকশন নির্মাণের জন্য সময় প্রয়োজন ছিল বলেও উল্লেখ করেন তিনি।

শাওকী বলেন, ‘আগের দুই সিরিজ দেখে দর্শকের যে প্রত্যাশা তৈরি হয়েছে, তা মাথায় রাখিনি। কারণ, সেগুলো মাথায় রাখলে আগের কাজের পুনরাবৃত্তি হওয়ার আশঙ্কা থাকে। ওটিটির দর্শক নতুন কিছু দেখতে চায়, তাই এবার একেবারেই ভিন্ন ধারার গল্প নিয়ে কাজ করেছি।’

গল্পের ধরণ প্রসঙ্গে জানা যায়, গল্পে থাকবে পরিবারের চেনা কিছু পরিস্থিতি, যার ভেতর দিয়ে রহস্য, সন্দেহ এবং রাজনীতি মিশে যাবে।

Advertisement

‘গুলমোহর’ সিরিজের গল্প, চিত্রনাট্য ও সংলাপে শাওকীর সঙ্গে কাজ করেছেন মারুফ প্রতীক। তবে এতে কারা অভিনয় করছেন বা সিরিজটি কবে মুক্তি পাবে- সে বিষয়ে এখনও কিছু জানাননি নির্মাতা।

এমআই/এলআইএ/জিকেএস