বিনোদন

প্রেম ভেঙে যাওয়ায় কাঁদছেন মাহি, বললেন, ‘আমি ভয় পাই না’

প্রেম ভেঙে যাওয়ায় কাঁদছেন মাহি, বললেন, ‘আমি ভয় পাই না’

প্রেমিকের সঙ্গে অভিনেত্রী সামিরা খান মাহির সম্পর্ক ভেঙে গেছে। এ নিয়ে নেটপাড়ায় চলছে আলোচনা। গত ৪ বছর ধরেই সম্পর্কে ছিলেন মাহির। প্রেমিকের নাম সাদাত শাফি নাবিল। সেই সম্পর্কের ইতি টানার বিষয় জানিয়ে এক পোস্টে তিনি বলেন, ‘আমি বলতে ভয় পাই না যে আমি ভেঙে পড়েছি।’

Advertisement

সম্পর্ক ভেঙে যাওয়া থেকে নানা বিষয় নিয়েই ক্লান্ত বিধ্বস্ত এই অভিনেত্রী রীতিমতো কাঁদছেন। সেই কান্নার ছবিও সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন। বৃহস্পতিবার নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে সামিরা খান মাহি বেশকিছু ছবি পোস্ট করে লিখেছেন, ‘গত কয়েকটা দিন ভীষণ কষ্টের কেটেছে।’

মাহি লিখেছেন, ‘ট্রলড হওয়ার কষ্ট, বোনের বিয়ের দায়িত্বের চাপ, আর নিজের সম্পর্কের টানাপোড়েন-সব মিলিয়ে ভেতরটা একেবারে খালি খালি লাগছে। সত্যি বলতে, খুব ক্লান্ত, খুবই এলোমেলো লাগছে নিজেকে।’

মাহি লিখেছেন, ‘আমি ভুল করেছি, যা অনেককেই কষ্ট দিয়েছে, এটাও আমি বহন করে গেছি। আমি জানি আমি হৃদয় ভেঙেছি, এর জন্য আমি দুঃখিত। সত্যিই আমি ভেঙে পড়েছি- আর এটা বলতে ভয় পাই না আমি।’

Advertisement

ইনস্টাগ্রাম হ্যান্ডেলে চোখের জলের ছবি পোস্ট করে লিখেছেন, ‘আমার এই দুর্বলতম সময়েও আমি জানি, উঠে দাঁড়ানোর শক্তি আমাকে ছেড়ে যায়নি। আমি এখন শুধুই ক্লান্ত, তবে পরাজিত নই। যদি সবার সঙ্গে হাসি শেয়ার করা যায়, তাহলে আমি বলবো চোখের জলও শেয়ার করা যায়।’

জীবনকে ভালো-মন্দ দুই রকম অভিজ্ঞতা থেকেই দেখেছেন অভিনেত্রী। হয়তো সে কারণেই লিখেছেন, ‘জীবন সবসময় সাজানো-গোছানো আর নিখুঁত হয় না।’

সামাজিকমাধ্যম ইনস্টাগ্রামে নাবিলের সঙ্গে মাহির পরিচয়। এক বছরের বন্ধুত্ব থেকে প্রেমের সম্পর্কে গিয়েছিলেন মাহি। দুই পরিবারের সবার সম্মতিতে তাদের সম্পর্কের কথা ২০২৩ সালে সামনে এনেছিলেন তিনি। তখন জানান, নাবিল ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করেছেন। এখন পারিবারিক ব্যবসা দেখাশোনা করছেন।

চার বছর সেই প্রেম ভেঙে গেল। জানা গেছে, সম্প্রতি মাহির একটি বিতর্কিত নাচের পারফর্ম নিয়েই সম্পর্কের অবনতি ঘটে। তারপরি এলো চূড়ান্ত বিচ্ছেদ।

Advertisement

এমআই/এলআইএ/জিকেএস