দেশজুড়ে

অস্ত্রসহ বনদস্যু করিম শরীফ বাহিনীর সদস্য আটক, দুই জিম্মি উদ্ধার

অস্ত্রসহ বনদস্যু করিম শরীফ বাহিনীর সদস্য আটক, দুই জিম্মি উদ্ধার

অস্ত্র-গুলিসহ সুন্দরবনের বনদস্যু করিম শরীফ বাহিনীর দুই সদস্যকে আটক করেছে কোস্টগার্ড। এছাড়া দস্যুদের জিম্মি থেকে দুই জেলেকে উদ্ধার করা হয়।

Advertisement

কোস্টগার্ড সদরদপ্তরের (ঢাকা) মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, বনদস্যু করিম শরীফ বাহিনীর সদস্যরা খুলনার দাকোপের সুন্দরবন সংলগ্ন কামারখোলা এলাকায় অস্ত্র ও গুলিসহ অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে শনিবার রাত ১১টার দিকে ওই এলাকায় অভিযান চালায় কোস্টগার্ড ও পুলিশ।

এসময় ওই এলাকা থেকে একটি একনলা বন্দুক, দুই রাউন্ড তাজা গুলি ও এক রাউন্ড ফাঁকা গুলিসহ মো. শাজাহান মোল্লাকে (৪৮) আটক করা হয়।

এছাড়া শনিবার রাত ৩টায় সুন্দরবন সংলগ্ন নলিয়ান ঠাকুরবাড়ি খেয়াঘাট এলাকা থেকে করিম শরীফ বাহিনীর আরেক সদস্য মো. সুমন হাওলাদারকে (৩০) আটক করা হয়।

Advertisement

তাদের জিজ্ঞাসাবাদে জানা যায়, দীর্ঘদিন ধরে তারা বনদস্যু করিম শরীফের সঙ্গে ডাকাতি এবং ডাকাত দলকে অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহ করে সহযোগিতা করে আসছিলেন।

অপরদিকে কোস্টগার্ডের সাঁড়াশি অভিযানে রোববার ভোর ৫টায় সুন্দরবনের আড়শিবসা নদী সংলগ্ন এলাকা থেকে দুই জেলেকে উদ্ধার করা হয়। তারা করিম শরীফ বাহিনীর কাছে জিম্মি ছিলেন।

আবু হোসাইন সুমন/জেডএইচ/জিকেএস

Advertisement