জুলাই বিপ্লবে প্রথম শহীদ আবু সাঈদ হত্যার আট মাস পর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে মামলা করার প্রস্তুতি নিচ্ছে। কিন্তু প্রত্যক্ষভাবে জড়িত হামলাকারীদের নাম বাদ দেওয়ার অভিযোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থী।
Advertisement
সোমবার (৫ মে) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এসময় বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয় প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফের একই স্থানে মিলিত হয়।
সমাবেশে ইংরেজি বিভাগের শিক্ষার্থী সুমন সরকার বলেন, বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে কোর্টকাছারি পর্যন্ত সব জায়গায় মামলা নিয়ে তালবাহানা করা হচ্ছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন যে মামলা করবে সেখানে হামলাকারীদের নাম বাদ দিলে এ আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে। আবু সাঈদের এক ফোটা রক্ত বৃথা যেতে দেওয়া হবে না। ছাত্রদের রক্তের ওপর গাদ্দারি চলবে না।
বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী আল-মুরসালিন মুন্না বলেন, জুলাই বিপ্লবে ছাত্রদের ওপর হামলা করেছে সেই ছবি, ফুটেজ ও ভিডিও আমরা দেখেছি। তাদের সবাই চিনি কিন্তু তারা সবাই এখনো বহাল তবিয়তে রয়েছেন।
Advertisement
তিনি আরও বলেন, আওয়ামী লীগের দোসরদের এ জায়গায় কোনো ছাড় দেওয়া হবে। তাদের প্রত্যেকের নাম মামলায় অন্তর্ভুক্ত করতে হবে। যদি এটা করতে প্রশাসন টালবাহানা করে তাহলে শিক্ষার্থীদের পাশে নিয়ে আন্দোলন গড়ে তুলবো।
হামলাকারীদের নাম বাদ দেওয়ার অভিযোগের বিষয়ে জানতে চাইলে উপাচার্য অধ্যাপক শওকত আলী বলেন হামলাকারীরা কেউ রেহাই পাবে না। যারা সাক্ষী দিয়েছেন তারা যে নাম দিয়েছেন সে অনুযায়ী মামলা হবে। এরপর বাদ গেলে অজ্ঞাতনামায় পরবর্তীতে ওসব নাম অন্তর্ভুক্ত করবো।
ফারহান সাদিক সাজু/আরএইচ/এমএস
Advertisement