আইন-আদালত

এসবির সাবেক ‘তথ্যদাতা’ রাজুর গাড়ি জব্দের আদেশ

এসবির সাবেক ‘তথ্যদাতা’ রাজুর গাড়ি জব্দের আদেশ

পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) সাবেক রিপোর্টার (তথ্যদাতা) মো. শামসুল হক রাজু ওরফে রাজু আহমেদের ২৪ লাখ টাকা মূল্যের একটি গাড়ি জব্দের আদেশ দিয়েছেন আদালত।

Advertisement

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার (৫ মে) ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন। এদিন দুদকের উপ-সহকারী পরিচালক আহাম্মেদ আশরাফ চৌধুরী এ আবেদন করেন।

ওই আবেদনে বলা হয়েছে, রাজু আহমেদ দুই কোটি তিন লাখ ৫০ হাজার টাকা মূল্যের সম্পদের তথ্য গোপনপূর্বক কমিশনে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য দেন। তিনি জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ নিজ নামে, স্ত্রী ও তার ওপর নির্ভরশীল সন্তানদের নামে তিন কোটি ৪২ লাখ ৪৫ হাজার টাকা মূল্যের সম্পদ অর্জনপূর্বক তা দখলে রাখেন। এ ঘটনায় মামলা রুজু করা হয়। তদন্তকালে আসামি রাজু আহমেদ অপরাধলব্ধ অর্থ দিয়ে তার নিজ ও স্ত্রী-সন্তানদের নামে অর্জিত স্থাবর ও অস্থাবর সম্পদগুলো বিক্রয়/হস্তান্তর বা বেহাত করার সম্ভাবনা রয়েছে। মামলার সুষ্ঠু-তদন্তের স্বার্থে আসামি ও তার স্ত্রী-সন্তানদের মালিকানাধীন স্থাবর-সম্পদগুলো জব্দ এবং অস্থাবর সম্পদগুলো অবরুদ্ধ করা প্রয়োজন।

এমআইএন/এমএএইচ/এমএস

Advertisement