আইন-আদালত

এস আলমের নাতিসহ ৮ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

এস আলমের নাতিসহ ৮ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

দুদকে দুর্নীতির অভিযোগের অনুসন্ধান চলমান থাকায় এস আলম গ্রুপের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) ও আলোচিত ব্যবসায়ী সাইফুল আলমের (এস আলম) দৌহিত্র (নাতি) আরিফ আহমেদ সনিসহ ৮ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

Advertisement

সোমবার (৫ মে) ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের পৃথক চার আবেদনের পরিপ্রেক্ষিতে এ নিষেধাজ্ঞার আদেশ দেন। অনুসন্ধান টিমের তদন্ত কর্মকর্তারা তাদের নিষেধাজ্ঞা চান।

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুনএস আলমের আরও ৫৬৩ একর জমি জব্দের আদেশবিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান পরিবারের দেশত্যাগে নিষেধাজ্ঞা

নিষেধাজ্ঞা প্রাপ্ত অন্যরা হলেন- জাফর আহমদ, রিয়াদ আহসান, পরমানু শক্তি কমিশনের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মঞ্জুর আহসান ও তার স্ত্রী নার্গিস খানম, জিল ওয়ারস লিমিটেডের চেয়ারম্যান জহির উদ্দিন তারেক, ব্যবস্থাপনা পরিচালক জসিম মো. আল আমিন, মেহেদী হাসান।

Advertisement

আরিফ সনির নিষেধাজ্ঞার আবেদনে বলা হয়েছে, আরিফ আহমেদ সনির বিরুদ্ধে দুর্নীতি, অবৈধ উপায়ে অর্জিত জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থপাচারের অভিযোগের অনুসন্ধান চলমান। গোপন ও বিশ্বস্ত সূত্রে জানা যায়, আরিফ আহমেদ সনি, রিয়াদ আহসান, জাফর আহমদের নামে দেশের বিভিন্ন স্থানে (চট্টগ্রাম, ঢাকা এলাকা ছাড়াও অন্যান্য এলাকায়) এবং মালয়েশিয়া ও তুরস্কসহ অন্যান্য দেশে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ রয়েছে।

এতে আরও বলা হয়, অভিযোগ সংশ্লিষ্টরা চট্টগ্রাম দেশ ছেড়ে বিদেশে পলায়ন করে তাদের স্থাবর ও অস্থাবর সম্পদ হস্তান্তর করার চেষ্টা করছেন মর্মে অনুসন্ধানকালে বিশ্বস্ত সূত্রে জানা যায়। তারা বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধানকার্য ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা প্রদান করা একান্ত প্রয়োজন।

এমআইএন/ইএ/জেআইএম

Advertisement