জাতীয়

যানজটের শঙ্কা, ফ্লাইট মিস এড়াতে সময় নিয়ে বের হওয়ার পরামর্শ

যানজটের শঙ্কা, ফ্লাইট মিস এড়াতে সময় নিয়ে বের হওয়ার পরামর্শ

যুক্তরাজ্যের লন্ডনে চিকিৎসা শেষে আজ সোমবার (৫ মে) দেশের পথে রওনা দিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আগামীকাল মঙ্গলবার (৬ মে) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে তার। এদিন বিমানবন্দর সড়কে ব্যাপক যানজটের আশঙ্কা রয়েছে। এজন্য প্লেনের যাত্রীদের হাতে সময় নিয়ে বের হওয়ার পরামর্শ দিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

Advertisement

বিএনপি সূত্র জানায়, প্রায় চার মাস চিকিৎসা শেষে কাতারের আমিরের দেওয়া বিশেষ বিমানে (এয়ার অ্যাম্বুলেন্স) ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন খালেদা জিয়া। আগামীকাল সকালে ফ্লাইটটি ঢাকায় অবতরণ করবে। এ জন্য বিমানবন্দর থেকে গুলশানের বাসভবন ‘ফিরোজা’ পর্যন্ত পথে পথে তাকে স্বাগত জানাবেন নেতাকর্মীরা। এ নিয়ে বড় প্রস্তুতির কথা জানিয়েছে দলটি।

এ দিকে খালেদা জিয়ার আগমন উপলক্ষে বিমানবন্দর সড়কে যানজটের আশঙ্কার কথা জানিয়ে সব বিমান সংস্থা ও যাত্রীদের আগামী মঙ্গলবার সকাল ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত ফ্লাইটের জন্য সময় নিয়ে বের হয়ে নির্ধারিত সময়ের আগে পৌঁছানোর অনুরোধ জানিয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ।

সোমবার (৫ মে) ইউএস বাংলার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে জানানো হয়, ‘আগামীকাল মঙ্গলবার (৬ মে) সকাল ৮টা থেকে দুপুর আড়াইটার মধ্যে যাদের ফ্লাইট রয়েছে, তাদের নির্ধারিত সময়ে বিমানবন্দরে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা যাচ্ছে। আগামীকাল এয়াপোর্ট অভিমুখী রাস্তায় তীব্র যানজটের আশঙ্কা রয়েছে। সুতরাং ফ্লাইট মিসের সম্ভাবনা এড়াতে সময় হাতে নিয়ে রওনা দিন।’

Advertisement

এমএমএ/এমএএইচ/জেআইএম