জাতীয়

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

রাজধানী বনানীতে বিদ্যুৎস্পৃষ্টে সাব্বির রহমান (১৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থানার আশুরাই গ্রামের চট্টু মিয়ার সন্তান।

Advertisement

শুক্রবার (১৮ এপ্রিল) সন্ধ্যা সোয়া ৭টার দিকে বনানী থানা আদর্শনগর সাততলা বস্তি এলাকায় সংক্রমণ ব্যাধি হাসপাতাল মাঠে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের দুলাভাই মো. রিপন জানান, সাব্বির তার চায়ের দোকানে কাজ করতো। সন্ধ্যার দিকে বনানী থানার আদর্শনগর সাততলা বস্তি এলাকার সংক্রমণ ব্যাধি হাসপাতাল মাঠে বন্ধুদের সঙ্গে সে ক্রিকেট খেলছিল। এসময় হাসপাতালের জানালার গ্রিলে হাত লাগলে স বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা আছে।

Advertisement

এসআর