রাজনীতি

একজন কালপ্রিট বলে কাকে ইঙ্গিত করলেন রিফাত রশিদ?

একজন কালপ্রিট বলে কাকে ইঙ্গিত করলেন রিফাত রশিদ?

জুলাই গণঅভ্যুত্থান যদি ব্যর্থ হয় তাইলে আমি মরে যাওয়ার আগে এটলিস্ট ওই অল্প কিছু কালপ্রিটের বেঈমানির ইতিহাস লিখে যেতে চাই (অন্তত ওই একজনের) যারা ব্যক্তিগত স্বার্থসিদ্ধির জন্য জুলাইকে কুক্ষিগত করার নেশায় জুলাইকেই বিক্রি করে দিয়েছে।

Advertisement

বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে ফেসবুক পোস্টে এসব লিখেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব রিফাত রশিদ।

তবে তার পোস্টে ওই একজন কালপ্রিট বা কিছু কালপ্রিট বলে কাকে ইঙ্গিত করেছেন তা তিনি খোলাসা করেননি। অনেকে ওই পোস্টের কমেন্টে নাম জানতে চাইলেও তিনি তা জানাননি।

এমএইচআর

Advertisement