দেশজুড়ে

ফসলি জমি থেকে মাটি উত্তোলন, জেল-জরিমানা

ফসলি জমি থেকে মাটি উত্তোলন, জেল-জরিমানা

যশোরের শার্শায় ফসলি জমি থেকে মাটি উত্তোলনের দায়ে ফারুক হোসেন (৩৪) নামে একজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

Advertisement

বৃহস্পতিবার (৮ মে) বিকেলে শার্শার লক্ষণপুর ও নিজামপুর ইউনিয়নের কয়েকটি গ্রামে বালু ও মাটি উত্তোলন এলাকায় অভিযান চালিয়ে এ দণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শওকাত মেহেদী সেতু। একই সঙ্গে আরও কয়েকজনকে জরিমানা করা হয়।

তিনি জানান, একটি মহল অধিক আয়ের জন্য অবৈধভাবে উপজেলার নিজামপুর ও লক্ষণপুর ইউনিয়নের কানাইনগর, হরিনাপোতা, গোড়পাড়া ফসলি জমি থেকে বালু-মাটি উত্তোলন করছিল। তাদের ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইনে একটি, বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইনে দুটি মোট তিনটি মামলায় এক লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় ফারুক হোসেন নামে একজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

মো. জামাল হোসেন/জেডএইচ/

Advertisement