আন্তর্জাতিক

পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলা, জম্মুর বিমানবন্দরে বিকট বিস্ফোরণ

পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলা, জম্মুর বিমানবন্দরে বিকট বিস্ফোরণ

ভারত শাসিত কাশ্মীরের গুরুত্বপূর্ণ শহর জম্মুতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে পাকিস্তান। ভারতীয় সংবাদমাধ্যম এএনআই জানিয়েছে, বৃহস্পতিবার (৮ মে) রাতে হামলার ফলে জম্মু শহরসহ আখনুর ও কিশতওয়ার জেলায় জরুরি সতর্কতা জারি করা হয় ও পুরো এলাকায় ব্ল্যাকআউট কার্যকর করা হয়েছে।

Advertisement

এএনআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান ‘লোইটারিং মিউনিশন’ নামক বিশেষ ধরণের ড্রোন ব্যবহার করে জম্মু বিমানবন্দরকে লক্ষ্যবস্তু বানানোর চেষ্টা করে। তবে ভারতীয় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দ্রুত সক্রিয় হয়ে ওঠে এবং আকাশেই একাধিক হুমকি প্রতিহত করে।

এদিকে, ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, বৃহস্পতিবার রাতে জম্মুর বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। একটি নিরাপত্তা সূত্র বার্তা সংস্থা এএফপিকে বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্রটি গণমাধ্যমে কথা বলার অনুমতি না থাকায় নাম প্রকাশ না করে জানিয়েছে, বিস্ফোরণের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে সাম্প্রতিক সময়ে ভারত ও পাকিস্তানের মধ্যে পাল্টাপাল্টি ড্রোন হামলার অভিযোগের মধ্যেই এই বিস্ফোরণ ঘটলো, যা নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।

Advertisement

জম্মু ও কাশ্মীরের সাবেক পুলিশ মহাপরিদর্শক শেশ পল বৈদ সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে বলেছেন, তিনি ‘প্রবল বিস্ফোরণের শব্দ’ শুনেছেন।

সম্প্রতি পহেলগাম হামলার পর থেকেই কাশ্মীর অঞ্চলে উত্তেজনা চরমে পৌঁছেছে। ভারতের দাবি, পাকিস্তান তার সামরিক স্থাপনাগুলোর ওপর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। অন্যদিকে, পাকিস্তান অভিযোগ করছে যে ভারত তাদের ভূখণ্ডে বেসামরিক স্থাপনাসহ বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা করছে।

এই হামলার প্রেক্ষাপটে সীমান্ত অঞ্চলে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। অঞ্চলজুড়ে নতুন করে উত্তেজনা বাড়ছে।

সূত্র: এএনআই, এএফপি

Advertisement

এসএএইচ