অর্থনীতি

ঈদের আগে ১৭ ও ২৪ মে ব্যাংক খোলা থাকবে

ঈদের আগে ১৭ ও ২৪ মে ব্যাংক খোলা থাকবে

ঈদুল আজহার ছুটি শুরু হওয়ার আগে আগামী ১৭ ও ২৪ মে দুই শনিবার ব্যাংক ও ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান খোলা থাকবে। এ দুদিন স্বাভাবিকভাবে সব ধরনের লেনদেন করতে পারবেন গ্রাহকরা। আর আগামী ১১ ও ১২ জুন (বুধ ও বৃহস্পতিবার) ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

Advertisement

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা যায়, সরকারি নির্দেশ মোতাবেক ঈদুল আজহার ছুটি ১০ দিন কার্যকর করতে এ সিদ্ধান্ত নিয়েছে ব্যাংক খাতের নিয়ন্ত্রণ সংস্থাটি। কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ এ সংক্রান্ত নির্দেশনাও জারি করেছে।

ঈদুল আজহা উপলক্ষে আগামী ১১ ও ১২ জুন (বুধ ও বৃহস্পতিবার) নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এতে এবার ঈদুল আজহায় ৫ থেকে ১৪ জুন পর্যন্ত টানা ১০ দিনের ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

আরও পড়ুন

Advertisement

ঈদুল আজহায় ১০ দিন ছুটির সিদ্ধান্ত১৭ ও ২৪ মে সরকারি অফিস খোলা

একই সঙ্গে আগামী ১৭ ও ২৪ মে সাপ্তাহিক ছুটির দিনে অফিস খোলা থাকবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে। এর আগে মঙ্গলবার (৬ মে) উপদেষ্টা পরিষদের সভায় ঈদে নির্বাহী আদেশে দুদিন ছুটি এবং ছুটির দিনে অফিস খোলা রাখার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, অ্যালোকেশন অব বিজনেস অ্যামং দ্য ডিফারেন্ট মিনিস্ট্রিস অ্যান্ড ডিভিশনস-এর জনপ্রশাসন মন্ত্রণালয় অংশের ৩৭ নম্বর ক্রমিকের অনুবলে সরকার আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ১১ ও ১২ জুন (বুধবার ও বৃহস্পতিবার) নির্বাহী আদেশে সরকারি ছুটি এবং দাপ্তরিক কাজের স্বার্থে ১৭ মে (শনিবার) ও ২৪ মে (শনিবার) সাপ্তাহিক ছুটির দিনে অফিস খোলা রাখার ঘোষণা করা হলো।

ছুটিকালীন সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে এবং সাপ্তাহিক ছুটির ওই দুই দিন (১৭ ও ২৪ মে) সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস খোলা থাকবে।

আরও পড়ুন

Advertisement

ঈদের ছুটি শুরু ৫ জুন, অফিস খোলা থাকবে আগের দুই শনিবার

এতে আরও বলা হয়, জরুরি পরিষেবা যেমন- বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দরগুলোর কার্যক্রম, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট, ডাক সেবা এবং এ সংশ্লিষ্ট সেবা কাজে নিয়োজিত যানবাহন ও কর্মীরা এ ছুটির আওতামুক্ত থাকবেন।

ইএআর/এমকেআর/জেআইএম