তথ্যপ্রযুক্তি

এআই দিয়ে হোয়াটসঅ্যাপ স্টিকারও বানানো যাবে

এআই দিয়ে হোয়াটসঅ্যাপ স্টিকারও বানানো যাবে

জিবলি নিয়ে মাতামাতির শেষ নেই। এআইয়ের বিশেষ একটি বট, যা অ্যানিমেশন ধরনের ছবি তৈরি করে দিচ্ছে। তবে এবার হোয়াটসঅ্যাপেও এআই দিয়ে কাস্টমাইজ স্টিকার তৈরি করতে পারবেন।

Advertisement

অনেকেই জানেন না, চ্যাটজিপিটিতে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড বিশিষ্ট স্টিকার তৈরি করার ক্ষমতা রয়েছে। আর এর সেরা বিষয়টা ঠিক কী? ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপ অথবা নিজের আইমেসেজে তা ব্যবহার করতে পারেন।

অফিসিয়াল ব্লগ পোস্ট থেকে জানা যাচ্ছে যে, এই এআই টুল স্টিকার-স্টাইল ছবি তৈরি করতে পারেন। এই ফিচার ব্যবহারকারীদের স্টিকার ডাউনলোড করার অনুমতি দেবে। আর ব্যবহারকারীরা ফেসবুক, ইনস্টাগ্রাম এবং সোশ্য়াল মিডিয়া প্ল্যাটফর্মের মতো আইফোন ও অন্যান্য মেসেজিং অ্যাপে হোয়াটসঅ্যাপের মাধ্যমে সরাসরি এই স্টিকারগুলো ভাগ করে নিতে পারবেন।

শুধু তা-ই নয়, অনেকটা জিবলি এআই আর্টওয়ার্কের মতো ব্যবহারকারীরা ছবি আপলোড করতে পারেন। এমনকি সেটিকে স্টিকারে রূপান্তরিত করার অনুরোধ জানাতে পারেন। ব্যবহারকারীরা জিবলি স্টাইলে স্টিকার ক্রিয়েট করার জন্য এআই টুলকে নির্দেশ দিতে পারেন। আর এই সব কাস্টম-মেড স্টিকার কথোপকথনকে আরও সহজ-সরল এবং মজাদার করে তুলবে।

Advertisement

কিন্তু ব্যবহারকারীদের মনে নিশ্চয়ই এই স্টিকার ক্রিয়েট করার পদ্ধতির বিষয়ে প্রশ্ন জাগবে। ধাপে ধাপে সেই প্রক্রিয়া দেখে নেওয়া যাক। চ্যাটজিপিটি ব্যবহার করে কীভাবে হোয়াটসঅ্যাপ স্টিকার তৈরি করা যাবে?

>> নিজের মোবাইলে চ্যাটজিপিটি অ্যাপে যেতে হবে।>> এরপর নির্দেশ দিতে হবে ‘ক্রিয়েট অ্যা স্টিকার-স্টাইল ইমেজ অব অ্যা ব্লু ক্যাট ওয়ারিং অ্যা বোটাই উইথ দ্য ওয়ার্ড অ্যাম আই অ্যা র্যাট?’>> সেই টেক্সটকে ব্যবহারকারীর মনের মতো স্টিকারে পরিণত করবে চ্যাটজিপিটি।>> এবার সেই স্টিকার ডাউনলোড করে তা বন্ধুদের সঙ্গে ভাগ করে নেওয়া যেতে পারে।

যেভাবে ছবিগুলোকে হোয়াটসঅ্যাপ স্টিকারে রূপান্তরিত করবেন->> নিজের মোবাইলে প্রথমে চ্যাটজিপিটি অ্যাপে যেতে হবে।>> নিজের ছবি আপলোড করতে হবে।>> এরপর নির্দেশ দিতে হবে। অনেকটা এই রকম: ‘টার্ন দিজ ইমেজ ইনটু অ্যা জিবলি স্টিকার সেট’ অথবা ‘কনভার্ট দিজ ইনটু স্টিকার স্টাইল উইথ অ্যা ট্রান্সপ্যারেন্ট ব্যাকগ্রাউন্ট’।>> এবার ব্যবহারকারীর ছবিকে মনের মতো স্টিকারে পরিণত করবে চ্যাটজিপিটি।>> কোনো পরিবর্তন আনতে চাইলে স্টিকার মডিফাই করতে পারবেন ব্যবহারকারী।>> এবার সেই স্টিকারে রাইট-ক্লিক করে তা সেভ করে নেওয়া যেতে পারে। চ্যাটজিপিটি ব্যবহার করে তৈরি এই সব স্টিকার হোয়াটসঅ্যাপ, ফেসবুকে অথবা অন্য যে কোনো প্ল্যাটফর্মে শেয়ার করা সম্ভব।

আরও পড়ুন

Advertisement

হোয়াটসঅ্যাপে এখন আর কোনো মেসেজ চোখ এড়িয়ে যাবে না নতুন বছরে একগুচ্ছ ফিচার আনছে হোয়াটসঅ্যাপ

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

কেএসকে/এমএস