ই-কমার্স উদ্যোক্তাদের সংগঠন ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) ২০২৫-২৭ সেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে অংশ নিচ্ছেন ৩৬ জন প্রার্থী, যাদের মধ্যে ২৭ জনই নতুন মুখ।
Advertisement
প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীদের অংশগ্রহণে ভোটারদের মধ্যে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। ‘স্বপ্ন নয়, পরিকল্পনাই শক্তি’ এমন স্লোগান সামনে রেখে এ নির্বাচনে অংশ নিচ্ছেন তরুণ উদ্যোক্তা আসিফ মাহমুদ।
তিনি বলেন, স্বপ্ন নয়, পরিকল্পনা দিয়েই শক্তিকে কাজে লাগাতে চাই।
নির্বাচনী ইশতেহার নিয়ে আসিফ মাহমুদ বলেন, আমি এমন একটি ই-কমার্স পরিবেশ গড়ে তুলতে চাই, যেখানে উদ্যোক্তারা নিশ্চিন্তে ব্যবসা চালাতে পারবেন আর ক্রেতারা পাবেন নিরাপদ ও স্বচ্ছ সেবা। আমার ইশতেহার শুধু কথার ফুলঝুরি নয়- এখানে প্রতিটি প্রতিশ্রুতির পেছনে রয়েছে বাস্তব কাজের পরিকল্পনা ও বাস্তবায়নের রূপরেখা।
Advertisement
তিনি জানান, ই-কমার্স শুধু অনলাইন কেনা-বেচা নয়, এটা হতে পারে দেশের অর্থনীতিকে এগিয়ে নেওয়ার একটি বড় সুযোগ। আমি চাই ভবিষ্যতের ই-কমার্স হোক পরিকল্পিত, প্রযুক্তিনির্ভর ও মানবিক।
আসিফ মাহমুদ জনপ্রিয় লাইফস্টাইল ব্র্যান্ড মিনিমালের মার্কেটিং বিভাগের প্রধান ও পরিচালকদের একজন। মিনিমালের যাত্রা শুরু হয়েছিল কাস্টমাইজড ফার্নিচারের একটি ফেসবুক পেজ থেকে, সেখান থেকেই আসিফ জড়িয়ে পড়েন ডিজিটাল কমার্সের সঙ্গে।
তরুণ এ উদ্যোক্তার বিশ্বাস, উদ্ভাবনী চিন্তা, সঠিক তথ্য ও বাস্তব পরিকল্পনার মাধ্যমে ই-কমার্স খাতকে অনেকদূর এগিয়ে নেওয়া সম্ভব। সেই ভাবনা থেকেই তিনি এবার ই-ক্যাবের নির্বাচনে প্রার্থী হয়েছেন।
আরেক প্রার্থী শাপলা হক বলেন, বাংলাদেশে ই-কমার্স খাত নিয়ে কাজ করার অনেক সুযোগ রয়েছে। আগামীতে দেশের অর্থনীতিকে এগিয়ে নেওয়ার একটি বড় মাধ্যম হবে এই খাত। আমি সেই লক্ষ্য কাজ করতে চাই।
Advertisement
ই-ক্যাবের মোট ৮৪২ জন সদস্যের মধ্যে এবার ভোটার হয়েছেন ৫০২ জন। নির্বাচন বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব তরফদার সোহেল রহমান।
অন্য সদস্যরা হলেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মো. হাফিজ-আল-আসাদ ও শাহাদাৎ হোসেন।
এএএইচ/এমআইএইচএস