আওয়ামী লীগ ও তার সব সহযোগী সংগঠন নিষিদ্ধের দাবিতে রাজধানীর শাহবাগে চলছে অবস্থান কর্মসূচি। শনিবার বিকেলে অনুষ্ঠিত হবে জুলাই জনতার গণজমায়েত। অন্যদিকে নতুন কর্মসূচি ঘোষণা করা হলেও আন্দোলনরতরা শাহবাগ দখলে রেখেছেন।
Advertisement
এদিকে রাত সাড়ে ১১টা থেকে সেখানে দেখানো হচ্ছে শেখ হাসিনার শাসনামলের গুম-খুন ও নির্যাতনের ভিডিওচিত্র। উপস্থিত জনতাকে চাঙ্গা রাখতে মাঝে মাঝেই দেওয়া হচ্ছে স্লোগান।
অন্যদিকে জুলাই জনতারকে নিরাপত্তা দিতে শাহবাগ সড়কের চতুর্পাশের একাধিক স্থানে খণ্ড খণ্ড হয়ে অবস্থান করছেন অনেকেই। কেউ গল্প করে সময় কাটাচ্ছেন। অনেকেই আবার ক্রিকেট খেলে সময় কাটাচ্ছেন। আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত এভাবেই শাহবাগ মোড় ব্লকেড করে অবস্থান থাকবে তাদের। অন্যদিকে শাহবাগের মূল মঞ্চে চলছে সমাবেশ ও স্লোগান।
শনিবার (৯ মে) মধ্যরাতে শাহবাগ এলাকায় এসব চিত্র উঠে এসেছে।
Advertisement
যাত্রাবাড়ী এলাকা থেকে শাহবাগে অবস্থান করছেন সাকিবসহ প্রায় ২০জন বন্ধু। তারা শাহবাগ মোড় থেকে ঠিক পশ্চিম পাশের দিকে অবস্থান নিয়েছেন। সাকিব জাগো নিউজকে বলেন, ‘আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনকে নিষিদ্ধের দাবি জুলাই জনতার। এ দাবির পক্ষে একাত্ম প্রকাশ করতে বিকেল থেকে অবস্থান করছি। তাছাড়া আমাদের অবস্থান থাকবে শাহবাগের পশ্চিম পাশে, যাতে কোন ফ্যাসিস্ট এ দিক থেকে আসতে না পারে।’
শাহবাগের পূর্ব পাশের দিকে কয়েকজন যুবক মিলে গল্প করছেন। তাদের একজন মেডিকেল কলেজে অধ্যায়নরত শিশির। তিনি জাগো নিউজকে বলেন, ‘আমরা জুলাই জনতার পাশে ছিলাম, তাদের সেবা দিয়েছি। এখনও তাদের পাশে আছি। আমরা কোনো খুনিদের পুনর্বাসন প্রক্রিয়া মেনে নেবো না। গণহত্যা আর সন্ত্রাসের দায়ে খুনি সংগঠন হিসেবে আওয়ামী লীগের নিষিদ্ধ চাই। পাশাপাশি তাদের সহযোগী সংগঠনেরও নিষিদ্ধ দাবি জানাই।’
শাহবাগ মোড়ের দক্ষিণ দিকে বেশ কিছু শিক্ষার্থীর দুইভাগে অবস্থান নিয়ে রেখেছে। যাদের একটি অংশ ক্রিকেট খেলায় ব্যস্ত। এ নিয়ে কথা হয় হুমায়নের সঙ্গে। তিনি জাগো নিউজকে বলেন, ‘জুলাই জনতার দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা শাহবাগ দখলে রাখবো। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার তাদের বিচার ও জুলাই ঘোষণাপত্র জারির দাবিতে আন্দোলন চলবে। অনতিবিলম্বে আওয়ামী লীগ ও তারদের সহযোগিদের নিষিদ্ধ করা হোক। এটা করা না হলে আমাদের লাগাতার অবস্থান চলবে সারা দেশে। এখন মধ্যরাত, অবস্থান থেকে সময় কাটাতে খেলাধুলা করছি আমরা।’
এর আগে আওয়ামী লীগ নিষিদ্ধসহ তিন দাবিতে শনিবার (১০ মে) বিকেলে রাজধানীর শাহবাগে গণজমায়েত কর্মসূচি ঘোষণা করেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণ অঞ্চলের মূখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, বিকেল ৩টা থেকে এ গণজমায়েত শুরু হবে। শুক্রবার রাত ১১টার দিকে শাহবাগে সংবাদ সম্মেলন থেকে নতুন এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
Advertisement
এসময় হাসনাত আব্দুল্লাহ বলেন, আমাদের তিন দফা দাবি ছিল। আওয়ামী লীগ নিষিদ্ধসহ এসব দাবিতে এখন পর্যন্ত ২৫ ঘণ্টা হতে চললো। এখন পর্যন্ত কোনো ঘোষণা আসেনি। আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাবো না।
ইএআর/এমআইএইচএস