ছাত্রকে নির্যাতনের অভিযোগে সোয়াইব (৩২) নামের এক শিক্ষককে গ্রেফতারের কথা জানিয়েছে র্যাব। রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র্যাব-১০। শুক্রবার (৯ মে) রাতে র্যাব-১০ এর সহকারী পুলিশ সুপার শামীম হাসান সরদার এই তথ্য জানান।
Advertisement
শামীম হাসান বলেন, চলতি বছরের জানুয়ারিতে ৯ বছরের এক ছেলেকে তার মা খুলনার খানজাহান আলী থানাধীন আটরা শেখপাড়া মাদরাসায় ভর্তি করে দেন। গত ২১ মার্চ রাত ১টা ১৫ মিনিটে ওই মাদরাসায় শিক্ষক সোয়েব ওই ছাত্রকে চোখ বেঁধে নির্যাতন করেন।
পরে ভুক্তভোগী শিক্ষার্থীর মায়ের অভিযোগের প্রেক্ষিতে খুলনার খানজাহান আলী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করেন।
র্যাব-১০ এর সহকারী পুলিশ সুপার শামীম হাসান সরদার আরও বলেন, এরপর অভিযুক্ত আসামিকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে র্যাব-১০। এরই ধারাবাহিকতায় শুক্রবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে পলাতক আসামি সোয়েবকে গ্রেফতার করা হয়।
Advertisement
টিটি/এমআইএইচএস