হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে অনেক ফিচার যুক্ত করেছে প্ল্যাটফর্মটি। ব্যবহারকারীদের প্ল্যাটফর্ম ব্যবহারের অভিজ্ঞতা ভালো করতে একের পর এক ফিচার নিয়ে আসছে। বিশেষ করে সুরক্ষার দিক দিয়ে।
Advertisement
হ্যাকাররা নানাভাবে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক করতে পারে। আপনার অ্যাকাউন্ট লুকিয়ে অন্য কেউ ব্যবহার করছে কি না তার খোঁজ রাখেন কি?
অনেকেরই কাজের জন্য মোবাইলের পাশাপাশি অফিসে ডেস্কটপ বা ল্যাপটপে খোলা রাখতে হয় হোয়াটসঅ্যাপ। কিন্তু অনেক সময় এই অ্যাপ হ্যাকিংয়ের তথ্যও প্রকাশ্যে আসে। জানেন কীভাবে বুঝবেন আপনার হোয়াটসঅ্যাপটি হ্যাক হয়েছে বা অন্য কোনো ডিভাইসে খোলা রয়েছে কি না।
আসুন জেনে নেওয়া যাক কীভাবে বুঝবেন-
Advertisement
>> প্রথমে নিজের ফোনে হোয়াটসঅ্যাপ খুলুন।>> এবার ডানদিকে উপরে থ্রি ডট মেনুতে যান।>> সেখানে ক্লিক করলেই ভেসে উঠবে বেশ কয়েকটি অপশন।>> বেছে নিন লিংকড ডিভাইস অপশন।>> এতেই দেখতে পারবেন, কোন কোন ডিভাইসে আপনার হোয়াটসঅ্যাপ খোলা আছে।>> সেখানেই মিলবে লগ আউট অপশন। আপনার ইচ্ছে মতো যে কোনো ডিভাইস থেকে লগ আউট করতে পারেন হোয়াটসঅ্যাপ।
আরও পড়ুন হোয়াটসঅ্যাপে এখন আর কোনো মেসেজ চোখ এড়িয়ে যাবে না নতুন বছরে একগুচ্ছ ফিচার আনছে হোয়াটসঅ্যাপসূত্র: টাইমস অব ইন্ডিয়া
কেএসকে/এএসএম
Advertisement