তথ্যপ্রযুক্তি

হোয়াটসঅ্যাপ অডিও-ভিডিও কলে নতুন সুবিধা পাবেন

সারাবিশ্বে প্রতিনিয়ত কয়েকশ কোটি মানুষ হোয়াটসঅ্যাপ ব্যবহার করছেন। হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের প্ল্যাটফর্ম ব্যবহারের অভিজ্ঞতা ভালো করতে একের পর এক ফিচার নিয়ে আসছে। এবার মেটা আরও পরিবর্তন এনেছে হোয়াটসঅ্যাপে। আর সেই পরিবর্তনে ইউজারদের কাছে আরও প্রিয় হয়ে উঠবে অ্যাপটি।

Advertisement

নতুন আপডেটটি ভয়েস ও ভিডিও দুই কলের জন্যই। এবার থেকে আপনি কোনও গ্রুপ কল করতে চাইলে অংশগ্রহণকারীদের বেছে নিতে পারবেন। সেই কলের শর্টকাটও তৈরি করা যাবে মোবাইল, ওয়েব দুই সংস্করণেই। এর পাশাপাশি এফেক্ট ও ফিল্টারও যোগ করতে পারা যাবে ভিডিও কলে। ঠিক যেমন ইনস্টাগ্রামে যায়। কাস্টমাইজ করা যাবে ব্যাকগ্রাউন্ডও। ভিডিওর রেজলিউশনও আগের থেকে অনেকটাই উন্নত।

এই নতুন ফিচারগুলোর সুবিধা পেতে হলে অবশ্যই আপনার ডিভাইসে হোয়াটসঅ্যাপের সাম্প্রতিকতম সংস্করণটি থাকতে হবে। আর সেজন্য গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোরে গিয়ে আপডেট করতে হবে হোয়াটসঅ্যাপ।

হোয়াটসঅ্যাপে গ্রুপ কল সম্পূর্ণ নিরাপদ। কেননা হোয়াটসঅ্যাপের কল ও চ্যাট দুই-ই আসলে এন্ড-টু-এনক্রিপ্টেড। কাজেই তার ব্যক্তিগত গোপনীয়তা পুরোদস্তুর বহাল থাকবে। এমনকি ওয়েবে কলের ক্ষেত্রেও বাকিদের থেকে গোপন থাকবে আপনার আইপি অ্যাড্রেস।

Advertisement

আরও পড়ুন

হোয়াটসঅ্যাপে এখন আর কোনো মেসেজ চোখ এড়িয়ে যাবে না নতুন বছরে একগুচ্ছ ফিচার আনছে হোয়াটসঅ্যাপ

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

কেএসকে/এমএস

Advertisement