দেশজুড়ে

ব্রাহ্মণবাড়িয়ায় বগি লাইনচ্যুত: উদ্ধারকাজ শুরু করেছে রিলিফ ট্রেন

ব্রাহ্মণবাড়িয়ায় বগি লাইনচ্যুত: উদ্ধারকাজ শুরু করেছে রিলিফ ট্রেন

ব্রাহ্মণবাড়িয়ায় লাইনচ্যুত হওয়া মালবাহী ট্রেনের বগি উদ্ধারে কাজ শুরু করা হয়েছে। শনিবার (১০ মে) রাত ২টা থেকে আখাউড়া রেলওয়ে জংশন থেকে আসা উদ্ধারকারী রিলিফ ট্রেন কাজ শুরু করেছে। এখনো বন্ধ রয়েছে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেলপথে ট্রেন চলাচল।

Advertisement

এর আগে শুক্রবার রাত সোয়া ১০টার দিকে দক্ষিণ পৈরতলা রেলগেইট এলাকায় মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। এতে করে উভয় পাশে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

এদিকে এই ঘটনায় আখাউড়া জংশন রেলওয়ে স্টেশনে ঢাকাগামী নাসিরাবাদ এক্সপ্রেস ও কিশোরগঞ্জের ভৈরব স্টেশনে চট্টগ্রামগামী মহানগর এক্সপ্রেস ট্রেন আটকা পড়েছে।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার সাকের জাহান জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী মালবাহী কনটেইনার ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। এতে ওই বগির একটি কনটেইনার উল্টে চট্টগ্রামগামী লাইনে গিয়ে পড়ে। এই ঘটনায় উভয় পথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন আসার পর কাজ শুরু করেছে।

Advertisement

আবুল হাসনাত মো. রাফি/এমআইএইচএস